মাটি চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শনিবার চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের চুয়াগাড়ি গ্রামে। মৃত ব্যক্তির নাম সরেন রায়। বয়স ৫০।
স্থানীয় সূত্রে জানা যায়, সরেন তাঁর বাড়ির নল কূপের পাইপ মেরামতের জন্য গর্ত খুঁড়ে পাইপ বের করতে গিয়ে প্রায় ২০ ফুট গর্ত করার পর হঠাৎ মাটি ধসে গিয়ে মাটি চাপা পড়ে যায়। খবর জানাজানি হতেই প্রচুর মানুষ জমা হন। গ্রামবাসিরা তড়িঘড়ি তাঁকে বার করার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চোপড়া থানার আইসি এবং দমকল বাহিনী। এর পর তাঁকে মাটি থেকে বার করার পরে আশঙ্কাজনক অবস্থায় দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি ঘটে দুপুর দেড়টায়।