অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কোচবিহার পুরসভায় ‘প্রশাসক’ বসানোর দাবি উঠল। সেই দাবিতে সরব হয়েছে বিজেপি ও কংগ্রেস। এই দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তও নিয়েছেন বিজেপি নেতারা। বামেরা অবশ্য ওই ব্যাপারে একমত নয়।
বিজেপির বক্তব্য, পদত্যাগী চেয়ারপার্সনের পরিবর্তে নতুন পদাধিকারী দায়িত্বগ্রহণের আগে পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে প্রশাসক বসানো দরকার। বিজেপির কোচবিহার জেলা সভাপতি নিখিলরঞ্জন দে বলেন, “দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা মারাত্মক। চেয়ারপার্সন ইস্তাফা দিলেই সব কিছু মিটে যায় না। নথিপত্র নষ্টের আশঙ্কা রয়েছে। পুর পরিষেবা স্বাভাবিক রাখার মতো নানা বিষAdminiয় রয়েছে। তাই নতুন পদাধিকারী না হওয়া পর্যন্ত আমরা পুরসভায় প্রশাসক বসানর পক্ষপাতী। পুরো বিষয়টি নিয়ে তাই আমরা শীঘ্র জেলা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি।’’
ওই বিষয়টি নিয়ে বামেদেরও বিঁধেছেন নিখিলবাবু। তিনি বলেন, “বোর্ডে বাম কাউনিন্সলররাও রয়েছেন। তাই বামেরাও অনিয়মের দায় এড়াতে পারেন না।” পুরসভার বিরোধী দলনেতা সিপিএমের মহানন্দ সাহা বলেন, “উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওই অভিযোগ তোলা হচ্ছে।’’