Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চুরি যাওয়া সেই সন্তানকে ফিরে পেলেন দম্পতি

চুরি যাওয়ার প্রায় এগারো মাস পর অবশেষে নিজের সন্তানকে ফিরে পেলেন ময়নাগুড়ির দম্পতি৷ শনিবার সন্ধ্যায় জলপাইগুড়িতে সিডব্লুউসি থেকে ওই দম্পতির হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়৷

বাবা পাশে, মায়ের কোলে সেই শিশু। — নিজস্ব চিত্র

বাবা পাশে, মায়ের কোলে সেই শিশু। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৭ ০১:৪৪
Share: Save:

চুরি যাওয়ার প্রায় এগারো মাস পর অবশেষে নিজের সন্তানকে ফিরে পেলেন ময়নাগুড়ির দম্পতি৷ শনিবার সন্ধ্যায় জলপাইগুড়িতে সিডব্লুউসি থেকে ওই দম্পতির হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়৷

গত ২ ফেব্রুয়ারি ময়নাগুড়ি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ধর্মপুরের বালাপাড়ার বাসিন্দা মুনমুন দাস৷ অভিযোগ, পরের দিনই অপরিচিত এক মহিলা এসে তাকে জানায় তিনটি মেয়ের জন্য তিনি তিন হাজার টাকা পাবেন৷ ৪ তারিখ হাসপাতাল থেকে ছুটির পর বাড়ি ফেরার পথে ওই মহিলার কথা মত জায়গায় গেলে ছবি তোলার নাম করে মহিলা শিশুটিকে চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ৷ ওই দিনই থানায় অভিযোগ দায়ের করেন মুনমুনদেবী৷ ১০ ফেব্রুয়ারি মিতু বসাক নামে এক মহিলা-সহ একটি শিশুকে উদ্ধার করে৷ মুনমুনদেবী পুলিশের কাছে দাবি করেন, ওই শিশুটিই তাঁর সন্তান ৷

এরপর পুলিশ মুনমুনদেবী-সহ শিশুটিকে সিডব্লুউসি বা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠিয়ে দেয়৷ সেখান থেকে শিশুটিকে নিয়ে যাওয়া হয় একটি হোমে৷ এরপরই নিজের সন্তান ফিরে পেতে সিডব্লুউসি-তে দরবার শুরু করেন ওই দম্পতি৷ কিন্তু মুনমুনদেবী ও তার স্বামী মিঠুল দাসের অভিযোগ ছিল, তাঁরা প্রতিমাসে দুই-তিনবার জলপাইগুড়ি ছুটে গেলেও শিশুটিকে তাঁদেরকে দেখতে দেওয়া হয়নি৷ শেষ পর্যন্ত প্রায় দশ মাস পর গত ৬ ডিসেম্বর জলপাইগুড়ি শহরের কেরানিপাড়ার হোমে গিয়ে শিশুটিকে দেখার সুযোগ পান তাঁরা৷ অবশেষে এ দিন শিশুটিকে ফিরে পান তাঁরা৷

কিন্তু শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে এত দেরি হল কেন? সিডব্লুউসি-র চেয়ারম্যান বেবি উপাধ্যায় বলেন, শিশুটি কার তা নিয়ে এতদিন তদন্ত চলছিল৷ একেকটি রিপোর্ট একেক সময়ে আসছিল৷ তবে সব রিপোর্ট এসে পড়ার পর আমরা এখন নিশ্চিত শিশুটি ওই দম্পতির সন্তান৷ তাই এ দিন শিশুটিকে ওই দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে৷ তবে একইসঙ্গে তিনি জানান, ফিরে পেলেও শিশুটিকে ওই দম্পতি কেমন রাখছেন সে ব্যাপারে নজর রাখবে সিডব্লুউসি৷

এ দিন ওই দুই দম্পতির পাশাপাশি বালাপাড়া এলাকার প্রচুর মানুষও জলপাইগুড়ি ছুটে এসেছিলেন৷ দম্পতি তাদের সন্তান ফিরে পাওয়ায় খুশি তাঁরাও৷ আর সন্তানকে কোলে নিতেই চোখ ধরে আসে মুনমুনদেবী ও মিঠুলবাবুর৷ কোলে আগলে রেখে শিশুটিকে শুধুই আদর করে যান তাঁরা৷ এরপর ময়নাগুড়ির উদ্দেশে রওনা হয়ে যান তাঁরা৷ যাওয়ার আগে চোখের জলে মিঠুলবাবু ও মুনমুনদেবী বলেন, ‘‘আজ যে আমরা কতটা খুশি তা বলে বোঝাতে পারবো না৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Parents Got Back Baby
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE