Advertisement
২১ মে ২০২৪

পানীয় জলের সমস্যায় রোগীরা

পানীয় জলের সমস্যায় জেরবার ধূপগুড়ি হাসপাতালের রোগী ও তাঁদের আত্মীয়রা। হাসপাতাল চত্বরে রয়েছে ধূপগুড়ি পুরসভার তৈরি পানীয় জলের রিজার্ভার। কিন্তু গত পাঁচ দিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে সেটি। গরমে জলের সমস্যা তীব্র আকার ধারণ করায় ক্ষোভ ছড়িয়েছে রোগী ও তাঁদের পরিজনের মধ্যে।

নিজস্ব সংবাদদাতা
ধূপগুড়ি শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ০১:৫১
Share: Save:

পানীয় জলের সমস্যায় জেরবার ধূপগুড়ি হাসপাতালের রোগী ও তাঁদের আত্মীয়রা। হাসপাতাল চত্বরে রয়েছে ধূপগুড়ি পুরসভার তৈরি পানীয় জলের রিজার্ভার। কিন্তু গত পাঁচ দিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে সেটি। গরমে জলের সমস্যা তীব্র আকার ধারণ করায় ক্ষোভ ছড়িয়েছে রোগী ও তাঁদের পরিজনের মধ্যে।

হাসপাতাল চত্বরের দোকান থেকে জল কিনে এনে খেতে হচ্ছে রোগীদের। দিনের বেলায় সেই ব্যবস্থা করা গেলেও রাতে দোকান বন্ধ হয়ে যাওয়ায় জলের সমস্যা আরও তীব্র হচ্ছে। এই হাসপাতালের উপর নির্ভর করে জলপাইগুড়ির ধূপগুড়ি পুর এলাকা ও কয়েকটি পঞ্চায়েত এলাকা। তা ছাড়াও আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের খগেনহাট, ধনীরামপুর, কোচবিহারের মাথাভাঙা ব্লকের মোরঙ্গা, ক্ষেতি ফুলবাড়ি এলাকার অনেক মানুষও ধূপগুড়ি হাসপাতালের ইপর নির্ভরশীল। ভিড় লেগেই থাকে হাসপাতাল চত্বরে। প্রতিদিনই বহির্বিভাগে লম্বা লাইন প়ড়ে। অনেক সময় বর্হিবিভাগের ঘরও ছাড়িয়ে যায় লাইন।

হাসপাতালে ভর্তি এক রোগীর আত্মীয় নিত্য দে বলেন, “গত চারদিন ধরে হাসপাতালে চত্বরে আছি। দিনের বেলায় দোকান থেকে জল কিনতে হচ্ছে। আর রাতে জলের পিপাসা সহ্য করতে হচ্ছে।’’ চিকিৎসার খরচের পাশাপাশি জলের খরচও হওয়ায় ক্ষুব্ধ রোগীর আত্মীয়রা। হাসপাতালের ন্যায্য মূল্যের দোকান থেকে ওষুধ কিনলে সঙ্গে সঙ্গে খাওয়ার মতো জলও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।

ধূপগুড়ির হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক দেবদাস মণ্ডল বলেন, “দ্রুত কারিগরি সহায়তার জন্য পুরসভাকে জানানো হয়েছে।’’ ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান অরূপ দে জানান, “হাসপাতাল মৌখিক ভাবে জানিয়েছে।’’ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। রিজার্ভারের সমস্যা না মেটানো পর্যন্ত পুরসভার তরফ থেকে ট্যাঙ্কারের মাধ্যমে জলের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Drinking Water Water Crisis Patients Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE