Advertisement
০৯ মে ২০২৪

পাশে মমতা, আত্রেয়ী নিয়ে আশায় জেলাবাসী

আত্রেয়ীকে বাঁচাতে পরিবেশপ্রেমীদের আন্দোলন তো ছিলই। এ বার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই দাবিতে পাশে পেয়ে প্রত্যাশা বাড়ছে দক্ষিণ দিনাজপুর জুড়েই।

দাবি: বালুরঘাট শহরে মিছিল পরিবেশপ্রেমীদের। নিজস্ব চিত্র

দাবি: বালুরঘাট শহরে মিছিল পরিবেশপ্রেমীদের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ১৩:০০
Share: Save:

আত্রেয়ীকে বাঁচাতে পরিবেশপ্রেমীদের আন্দোলন তো ছিলই। এ বার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই দাবিতে পাশে পেয়ে প্রত্যাশা বাড়ছে দক্ষিণ দিনাজপুর জুড়েই।

ইতিমধ্যে বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ আত্রেয়ীর বিষয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে সংসদের ভেতরে সরব হয়েছেন। তার উত্তরে কেন্দ্রীয় নদী বিকাশ ও জল সংশোধন রাষ্ট্রমন্ত্রী সঞ্জীব বালিয়ান অর্পিতা ঘোষকে সম্প্রতি চিঠি দিয়ে আত্রেয়ীর বিষয়টি রাজ্যের কোর্টে ঠেলে দেওয়ায় বিস্মিত রাজ্য সরকার। বুধবার বুনিয়াদপুরে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় নদীমন্ত্রকের ওই চিঠির বিষয়টিকে ‘হাস্যকর’ বলে জানিয়ে দেন।

বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষও এ নিয়ে সুর চড়িয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে। তাঁর ক্ষোভ, বাংলাদেশ বাঁধ দিয়ে আত্রেয়ীর জল আটকানোর বিষয়ে ওই চিঠিতে উল্টে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সঞ্জীব বালিয়ান। ‘‘আত্রেয়ীর বিষয়টি যে দুদেশের আন্তর্জাতিক পর্যায়ের আলোচ্য বিষয় সেই ধারণা ওই কেন্দ্রীয় মন্ত্রকের নেই’’, অভিযোগ অর্পিতার। তাই আত্রেয়ী নিয়ে এ বার দিল্লিতে চিঠি পাঠাতে খোদ মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন বলে তাঁর দাবি।

এ দিকে গরম বাড়তে নদীর জল শুকিয়ে ক্রমশ রুক্ষ হয়ে তেতে উঠছে বালুরঘাটের পরিবেশ। গরম মাটি ও শুষ্ক বাতাসে আবহাওয়া বদলে যেতে দেখে এলাকার মানুষ শঙ্কিত। জল শুকিয়ে চড়া পড়ে মরতে বসা আত্রেয়ী নদীর শুষ্কতাই পরিবেশ বদলের কারণ বলে মনে করেন বাসিন্দারা। স্রোতস্বিনী, শীতল জলের একটি আস্ত নদীকে মরে যেতে দেখে তাই হাতগুটিয়ে বসে থাকতে নারাজ শহরের পরিবেশপ্রেমীরা। এ বার দিল্লিতে আত্রেয়ীর সমস্যা তুলে ধরতে প্রস্তুতি শুরু করেছে শহরের পরিবেশ সংগঠন দিশারী সংকল্প। এ দিন শহরের রাস্তায় মিছিল করে তারা রাষ্ট্রপতির উদ্দেশ্যে আত্রেয়ী রক্ষায় চিঠি পাঠিয়েছেন। সংস্থার সম্পাদক তুহিনশুভ্র মণ্ডল বলেন, ‘‘শীঘ্রই সংস্থার তরফে এক প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে ধর্নায় বসে আত্রেয়ী ও তাকে নির্ভর করে বেঁচে ওঠা একটি জনপদের বিপন্ন পরিস্থিতির কথা সকলের সামনে তুলে ধরবে।’’ দিল্লি চলো ডাক দিয়ে তারা জনমত গড়তে রাস্তায় নেমেছে।

সরব হয়েছে আরও অনেকে। আঙিনা পরিবেশ সুরক্ষা সমিতির তরফে ইতিমধ্যেই নদীর উৎসমুখ কুমারগঞ্জের সমজিয়া থেকে বালুরঘাটের ডাঙি সীমান্তের আত্রেয়ী অববাহিকা ধরে আত্রেয়ী বাঁচাও শপথ নিয়ে দুদিন ধরে ১১৬ কিলোমিটার সাইকেল মিছিল করে পথ পরিক্রমা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ১০ হাজার গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পাঠিয়ে আত্রেয়ী রক্ষার দাবি জানানো হয়েছে তাদের তরফে। দিশারীর দাবি, তাদের তরফে বাংলাদেশের পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আত্রেয়ীতে ওপারের বাঁধের জেরে, এ পারে জলসঙ্কটের বিষয়টিও জানানো হয়েছে। তবে তুহিন জানান, এখনও তার কোনও উত্তর মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Atrai River
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE