বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ হতেই শিলিগুড়ি শহর জুড়ে তৎপর হল পুলিশ। আদালতের নির্দেশ অমান্য করে বাজি বিক্রি হতে দেখলেই তা বাজেয়াপ্ত করা হচ্ছে। এছাড়া, শহর জুড়ে অভিযান চালিয়ে প্রচুর নিষিদ্ধ শব্দবাজিও উদ্ধার করেছে পুলিশ। কালীপুজো ও দীপাবলি অবধি বিভিন্ন এলাকায় লাগাতার অভিযান চলবে বলে কমিশনারেট সূত্রে জানা গিয়েছে।
শুক্রবার রাতে ১ নম্বর ওয়ার্ডের গেট বাজার এলাকায় একটি দোকানে হানা দেয় প্রধাননগর থানার পুলিশ। দোকান থেকে প্রচুর বাজি বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয় এক ব্যবসায়ীকে। শনিবার থেকে বিভিন্ন বাজার ও পাড়ার দোকানগুলিতেও নজরদারি শুরু করেছে পুলিশ। কোথাও বাজি পোড়ানো হলে বাসিন্দাদের পুলিশকে জানানোর কথা বলেছেন কমিশনার গৌরব শর্মা।
কয়েক সপ্তাহে শহরে বিভিন্ন দোকানে লক্ষাধিক টাকার বাজি নিয়ে আসা হয়েছিল বিক্রির জন্য। পুলিশের চোখ ফাঁকি দিয়ে শহরে ঢুকেছে বিপুল শব্দবাজিও। দুর্গাপুজোর পর অভিযানে নেমে এনজেপি, শিলিগুড়ি, প্রধাননগর-সহ বিভিন্ন থানা এলাকায় লক্ষাধিক টাকার শব্দবাজি উদ্ধার হয়েছে। শুক্রবার থেকে সমস্ত বাজি বিক্রিতে হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করতেই আরও তৎপর পুলিশ।