Advertisement
১৮ মে ২০২৪

পরিচারকদের তালিকা তৈরিতে জোর পুলিশের

শহরের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে খুনে গ্রেফতার করা হয়েছে ওই পরিবারেরই এক প্রাক্তন পরিচারক নির্মল সিংহকে। নির্মল ভিন রাজ্যের বাসিন্দা। এর পরেই ইংরেজবাজারের শহরে বিভিন্ন পরিবারে কাজ করা ভিন রাজ্যের পরিচারকদের তালিকা তৈরি করতে উদ্যোগী হয়েছে পুলিশ।

এই ঝোপ থেকেই উদ্ধার হয় গয়না। —নিজস্ব চিত্র।

এই ঝোপ থেকেই উদ্ধার হয় গয়না। —নিজস্ব চিত্র।

জয়ন্ত সেন
মালদহ শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৬ ০২:৩৮
Share: Save:

শহরের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে খুনে গ্রেফতার করা হয়েছে ওই পরিবারেরই এক প্রাক্তন পরিচারক নির্মল সিংহকে। নির্মল ভিন রাজ্যের বাসিন্দা। এর পরেই ইংরেজবাজারের শহরে বিভিন্ন পরিবারে কাজ করা ভিন রাজ্যের পরিচারকদের তালিকা তৈরি করতে উদ্যোগী হয়েছে পুলিশ।

পুলিশ নিজে থেকেই একটি ডেটা ব্যাঙ্ক তৈরি করবে। যেখানে সেই ভিন রাজ্যের পরিচারকদের মূল বাড়ির ঠিকানা, ছবি, ফোন নম্বর থেকে শুরু করে অন্যান্য যাবতীয় তথ্য থাকবে। যে সমস্ত পরিবারে ভিন রাজ্যের পরিচারকরা কাজ করছেন সেই পরিবারগুলির কাছ থেকে ইতিমধ্যে পরিচারকদের সম্পর্কে তথ্য চাওয়ার কাজ শুরুও করা হয়েছে।

শহরের বিবেকানন্দ পল্লির বাসিন্দা রামরতন অগ্রবালকে সম্প্রতি খুন করা হয়। খুন হন তাঁর স্ত্রী ও বাড়ির আর এক পরিচারকও। ওই তিনটি খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে পরিচারক ধরা পড়ায় যে সমস্ত পরিবারে ভিন রাজ্যের পরিচারকরা রয়েছেন, তাঁরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁরাও নিজেরা উদ্যোগী হয়ে ওই পরিচারকদের সম্পর্কে খোঁজ নিতে শুরু করেছেন। ইংরেজবাজার পুরসভাও এ ব্যাপারে সচেতনতা প্রচার চালানোর পাশাপাশি লিফলেট বিলি করবে।

স্থানীয় ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার শহরে প্রচুর বাড়ি রয়েছে, যেখানে ভিন রাজ্য থেকে আসা বাসিন্দারা পরিচারকের কাজ করছেন। তাঁদের মধ্যে পুরুষদের পাশাপাশি মহিলারাও রয়েছেন। বিশেষ করে শহরে বসবাসকারী অবাঙালি পরিবারগুলিতে ভিন রাজ্যের পরিচারকরা বেশি কাজ কাজ করেছেন।

জেলার অন্যান্য এলাকাতেও বেশ কিছু অবস্থাপন্ন পরিবারে ভিন রাজ্যের পরিচারকরা কাজ করছেন। কেউ কেউ কয়েক মাস ধরে রয়েছেন। আবার কেউ অনেক বছর ধরে কাজ করছেন।

অভিযোগ, ওই ভিন রাজ্যের পরিচারকদের ব্যাপারে সেই পরিবারগুলির কাছে সে রকম ভাবে কোনও তথ্যই নেই। ফলে সেই পরিচারকরা কেউ অঘটন ঘটিয়ে চম্পট দিলে সে ক্ষেত্রে কিছুই করার থাকবে না। শহরের এক ব্যবসায়ী দিলীপ অগ্রবাল বলেন, ‘‘ভিন রাজ্যের এক পরিচারক লোভ ও আক্রোশবশত এমন নৃসংশ ঘটনা ঘটাতে পারে, তা ভাবতেই পারছি না। আমাদেরও বাড়ি বা প্রতিষ্ঠানে ভিন রাজ্যের পরিচারকরা কাজ করছেন। বিষয়টি নিয়ে ভাবতে হবে।’’ এক ব্যবসায়ী অজয় গোয়েঙ্কা বলেন, ‘‘আমাদের ব্যবসার কাজে ও বাড়িতেও বেশ কয়েকজন ভিন রাজ্যের মানুষ পরিচারকের কাজ করছেন। এই খুনের ঘটনা আমাদের মনে প্রশ্ন তুলে দিল। এখন ভেবে-চিন্তে পা ফেলতে হবে।’’

পুলিশও বসে নেই. তারা শহরের ওই ভিন রাজ্যের পরিচারকদের তথ্য যোগাড় করে একটি তালিকা ও ডেটা ব্যাঙ্ক তৈরির কাজ শুরু করে দিয়েছে। সেখানে সেই পরিচারকদের ছবি, ফোন নম্বর থেকে বাড়ি ঠিকানা সবই থাকবে। পুলিশের এক পদস্থ কর্তা জানান, ইংরেজবাজার থানাকে এ ব্যাপারে কাজ শুরু করতে বলা হয়েছে।

ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘‘বিষয়টি নিয়ে আমরাও ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে মানুষকে সচেতন করতে লিফলেট বিলি করব। বাসিন্দারা ভিন রাজ্যের পরিচারকদের ছবি, ফোন নম্বর-সহ যাবতীয় তথ্য যেন থানায় জমা দেন, সেই অনুরোধও করা হবে।’’

এই রাজ্যের পরিচারকদেরও তালিকা তৈরি করতে চায় পুলিশ। পুলিশের একটি সূত্র জানায়, সাধারণত গৃহস্থেরা পরিচারকদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিজেদের কাছে রাখেন না। যে তথ্য পান, তা যাচাইও করা হয় না। তাই পুলিশ চায় সামগ্রিক ভাবেই এমন তালিকা তৈরি করতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

domestic helper police murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE