Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অন্তঃসত্ত্বাকে মার, নালিশ তুলতে চাপ

বধূর মা সন্ধ্যা রায় বুধবার রাতেই অভিযোগ করেছিলেন যে, তার মেয়েকে হাসপাতাল থেকে ছুটি করিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ০১:৪৯
Share: Save:

ময়নাগুড়ির ভোটপট্টিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর পরিবারকে অর্থের বিনিময়ে অভিযোগ প্রত্যাহারের পরামর্শ দেওয়ার অভিযোগ উঠল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে৷ না হলে ওই পরিবারকে রাজ্য ছাড়া করা হবে বলেও হুমকি দিয়েছেনওই নেতারা৷

জমি নিয়ে বিবাদের জেরে মঙ্গলবার ময়নাগুড়ির ভোটপট্টিতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ পায়েল সরকারের পেটে লাথি ও কোদালের বাঁট দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের পদমতি-১ এর অঞ্চল সভাপতি শান্ত বসাক ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, বধূর পরিবারের প্রায় দেড় বিঘা জমি দখল করার চেষ্টা করছিলেন ওই নেতারা৷ মঙ্গলবার তা নিয়ে বিবাদ বাধলে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই বধূকে অভিযুক্তরা পেটে লাথি ও কোদালের বাঁট দিয়ে আঘাত করে বলে অভিযোগ৷ তারপরই তাকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷

বধূর মা সন্ধ্যা রায় বুধবার রাতেই অভিযোগ করেছিলেন যে, তার মেয়েকে হাসপাতাল থেকে ছুটি করিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল৷ হাসপাতালের এক চিকিৎসক তাকে এ ব্যাপারে চাপ দেন৷ বধূর ভাসুর শুভলাল সরকারের চাঞ্চল্যকর অভিযোগ, শান্ত বসাকের ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতারা তাকে অর্থের বিনিময়ে অভিযোগ প্রত্যাহার করার পরামর্শ দিয়েছেন৷ তা না হলে তাদের শুধু এলাকা ছাড়া করাই নয় রাজ্য ছাড়া করা হবে বলেও হুমকি দিয়েছেন। যদিও পুলিশের দাবি, এখনও পর্যন্ত এ ব্যাপারে তাদের কাছে কোনও অভিযোগ জানাননি ওই বধূর বাড়ির লোকজন৷ জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে৷ কাউকে এখনও পাওয়া যায়নি৷’’ যদিও গ্রামের মানুষের বক্তব্য, অভিযুক্তদের কয়েকজনকে এ দিনও এলাকায় দেখা গিয়েছিল৷ আর কয়েক জন ময়নাগুড়িতে দলের এক নেতার বাড়িতে লুকিয়ে আছেন বলে সন্দেহ তাদের৷

অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শান্ত বসাক এ দিন সন্ধ্যায় টেলিফোনে জানান, বৃহস্পতিবার দিনের বেলায় তিনি এলাকাতেই ছিলেন৷ বিকালের দিকে জরুরি কাজে জলপাইগুড়ি এসেছেন৷ বধূকে হাসপাতাল থেকে ছুটি নিতে চাপ কিংবা অভিযোগ প্রত্যাহার না করলে রাজ্য ছাড়া করার হুমকির কথাও অস্বীকার করেন তিনি৷ ময়নাগুড়ির তৃণমূল কংগ্রেস নেতা শশাঙ্ক বসুনিয়া বলেন, ‘‘যাদের বিরুদ্ধে ওই বধূর বাড়ির লোকেরা অভিযোগ তুলছেন তারা সকলেই নির্দোষ৷’’

হাসপাতাল সূত্রের খবর, ওই বধূর অবস্থা আগের থেকে খানিকটা ভাল৷ তাঁকে চাপ দিয়ে ছুটি দেওয়ার কথাও মানতে চাননি হাসপাতালের কর্তারা৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pregnant woman Assault
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE