Advertisement
১৯ মে ২০২৪

বেতন নিয়েও সমস্যা

ব্যাঙ্কগুলিতে আসেনি পাঁচশো টাকার নতুন নোট। দু’হাজার টাকা ভাঙাতে নাকাল হতে হচ্ছে অধিকাংশ নাগরিকদের। আগামী মাসের মধ্যে পর্যাপ্ত নতুন পাঁচশো টাকার নোট না এলে সরকারি বেসরকারি কর্মীরা বেতন তুলতে সমস্যায় পড়বেন।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ০১:৩৫
Share: Save:

ব্যাঙ্কগুলিতে আসেনি পাঁচশো টাকার নতুন নোট। দু’হাজার টাকা ভাঙাতে নাকাল হতে হচ্ছে অধিকাংশ নাগরিকদের। আগামী মাসের মধ্যে পর্যাপ্ত নতুন পাঁচশো টাকার নোট না এলে সরকারি বেসরকারি কর্মীরা বেতন তুলতে সমস্যায় পড়বেন। মাস পয়লায় সাধারণ মানুষদের হাতে পর্যাপ্ত টাকা না এলে সমস্যা হতে পারে আইন শৃঙ্খলার, আশঙ্কা আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীর।

আলিপুরদুয়ার জেলার লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার তুষারকান্তি রায় জানান, জেলায় সরকারি বেসরকারি ব্যাঙ্ক মিলিয়ে প্রায় ১০০টি ছোট বড় ব্যাঙ্ক রয়েছে। এখন অধিকাংশ ব্যাঙ্কে রয়েছে ২ হাজার টাকার নোট। নতুন পাঁচশো টাকার নোট জেলায় আসেনি। ব্যাঙ্কগুলির সূত্রে জানা গিয়েছে, সরকারের ঘোষণা অনুযায়ী সপ্তাহে একটি সেভিংস অ্যাকাউন্ট ২৪ হাজার টাকা ও কারেন্ট অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা তুলতে পারবেন গ্রাহকরা। তবে পর্যাপ্ত ক্যাশ না থাকায় ওই পরিমাণ টাকা গ্রাহকদের হাতে দেওয়া যাচ্ছে না। তুষারকান্তি রায় ঘটনার কথা স্বীকার করে বলেন, “পর্যাপ্ত ক্যাশ টাকার সমস্যা রয়েছে।”

বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, “মাসের শুরুতে চাহিদা মত হাতে টাকা থাকবে না সাধারণ মানুষের কাছে। আমাদের আশঙ্কা এতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। এ রকম চলতে থাকলে আইনশৃঙ্খলা বিঘ্ন হতে পারে।” আলিপুরদুয়ার চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে জানান, ‘‘এমনিতে ব্যবসায় মন্দা চলছে। আগামী মাসের শুরুতে পর্যাপ্ত ক্যাশ ও নতুন পাঁচশো টাকা না এলে বাড়বে সমস্যা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Private employee 500rs notes demonetisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE