দুপুর তখন প্রায় পৌনে একটা। সবে বৃষ্টি থেমেছে। বিপ্রিত মোড়ের একটি ছোট মিস্টির দোকানে গমগম করে চলছে টেলিভিশন চ্যানেল। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে উপছে পড়েছে ভিড়।
গোলাম রব্বানির শপথ নেওয়ার মুহূর্তে পলক পড়েনি গোয়ালপোখরের। তারপরেই শুরু হয়ে যায় উৎসব। পটকা ফাটানো, আবির খেলা বাদ যায়নি কিছুই। তাঁদের বিধায়ক, মন্ত্রী হওয়ায় পিছিয়ে পড়া ব্লকের কলঙ্কটা কেটে যাবে এমনটাই আশা এলাকার মানুষের।
গোলাম রব্বানির বাড়িতেও ছিল একই রকম উৎসবের মেজাজ। এলাকার মানুষজন ভিড় জমিয়েছিলেন তাঁর বাড়িতে। সেখানে দলীয় নেতা কর্মীদের নিয়েই টিভিতে বসে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেন তাঁর ভাই ও পরিবারের লোকজন। অনুষ্ঠান চলাকালীন টিভি থেকে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করতে দেখা যায় কর্মীদের।