অগ্নিগর্ভ পরিস্থিতি সামলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাহাড়ে যাওয়ার পরামর্শ দিলেন রায়গঞ্জের সিপিএমের সাংসদ মহম্মদ সেলিম। উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আগামী ১ অগস্ট উত্তরবঙ্গে আসার কথা মুখ্যমন্ত্রীর। ওইদিনই মুখ্যমন্ত্রীকে পাহাড়ে গিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি স্বাভাবিক করতে হবে বলে দাবি তুলেছেন সেলিম।
ওইদিন মমতা পাহাড়ে না গেলে ১৫ দিনের মধ্যে তিনি পাহাড়ে যাবেন বলে চ্যালেঞ্জ করেছেন সেলিম। শনিবার রায়গঞ্জে দলের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান তিনি। সেলিম বলেন, ‘‘দখলদারির রাজনীতি শুরু করে মুখ্যমন্ত্রী পাহাড়ের মানুষকে উস্কে আগুন জ্বালিয়েছেন। সমতলেও সেই আন্দোলন ছড়াচ্ছে। অথচ মুখ্যমন্ত্রী পাহাড়ে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন না। চোপড়ায় প্রশাসনিক বৈঠক করার পর তিনি পাহাড়ে না গেলে আমি পাহাড়ে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করব।’’
চোপড়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক নিয়েও এ দিন কটাক্ষ করেছেন সেলিম। জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের কটাক্ষ, ‘‘সাড়ে তিন দশকের সন্ত্রাস ও অনুন্নয়নের সৌজন্যে জেলায় সিপিএম সাইনবোর্ডে পরিণত হয়েছে। তিনি নিজে কেনও এতদিন পাহাড়ে যাননি, তা ব্যাখ্যা করুন।’’