Advertisement
E-Paper

কান্তকবির জন্মদিবস উদযাপন কোচবিহারে

জেলাশাসকের নির্দেশে মঙ্গলবার ‘কান্তকবি’ রজনীকান্ত সেনের জন্মদিন উদযাপিত হল কোচবিহার জেনকিন্স স্কুলে। স্কুল সূত্রের খবর, ১৮৮৪ সালে (মতান্তরে ১৮৮৩) কোচবিহারের জেনকিন্স স্কুল থেকে এন্ট্রাস পরীক্ষায় উর্ত্তীণ হন কবি রজনীকান্ত সেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৬ ০৩:২৬
জেনকিন্স স্কুলে রজনীকান্ত সেনের জন্মদিবস উদযাপনের অনুষ্ঠান। ছবি: হিমাংশুরঞ্জন দেব

জেনকিন্স স্কুলে রজনীকান্ত সেনের জন্মদিবস উদযাপনের অনুষ্ঠান। ছবি: হিমাংশুরঞ্জন দেব

জেলাশাসকের নির্দেশে মঙ্গলবার ‘কান্তকবি’ রজনীকান্ত সেনের জন্মদিন উদযাপিত হল কোচবিহার জেনকিন্স স্কুলে। স্কুল সূত্রের খবর, ১৮৮৪ সালে (মতান্তরে ১৮৮৩) কোচবিহারের জেনকিন্স স্কুল থেকে এন্ট্রাস পরীক্ষায় উর্ত্তীণ হন কবি রজনীকান্ত সেন।

বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সাড়া ফেলেছিল রজনীকান্তের লেখা ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’ গানটি। মঙ্গলবার ২৬ জুলাই ছিল সেই কবির জন্মের সার্ধশতবর্ষ। অথচ কবির স্কুলেই কোনও অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়নি। আগামী ১৩ অগস্ট স্কুলে কৃতী প্রাক্তনীর জন্মদিন উদযাপন করা হবে বলে স্কুলের তরফে জানানো হয়। জেনকিন্স স্কুল কর্তৃপক্ষের যুক্তি ছিল, বন্যা পরিস্থিতির জেরে মঙ্গলবারেও জেলায় সব স্কুল বন্ধের প্রশাসনিক নির্দেশ রয়েছে। পড়ুয়াদের অনুষ্ঠান করা হলে পাওয়া যাবেনা। তাই পরে ওই অনুষ্ঠান করার কথা ভাবা হয়।

মঙ্গলবার এ কথা সংবাদমাধ্যমে প্রকাশ হতেই বিভিন্ন মহলে শোরগোল পড়ে যায়। বিষয়টি জানার পরেই জেলাশাসক তথা জেনকিন্স স্কুল পরিচালন সমিতির সভাপতি পি উল্গানাথন মঙ্গলবারই স্কুলে কবির জন্মদিন পালনের অনুষ্ঠান আয়োজনে উদ্যোগী হন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফোন করে বিষয়টি জানানো হয়। তার জেরেই শেষ পর্যন্ত স্কুল চত্বরে অনুষ্ঠান করা হয়।

কোচবিহারের জেলাশাসক পি উল্গানাথন বলেন, “স্কুল বন্ধের ওই নির্দেশের জন্য কবির জন্মদিন পালন করা যাবে না এমন নয়। এ দিনই স্কুলে অনুষ্ঠান আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে বলছি।” জেনকিন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় বলেন, “প্রশাসনের তরফে ফোন করে মঙ্গলবারই স্কুলে কান্তকবির জন্মদিন পালনের জন্য বলা হয়। আমি কলকাতায় থাকায় বিষয়টি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের জানিয়ে দিয়েছি।” জেনকিন্স স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রামচন্দ্র মন্ডল বলেন, “ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ফোন পেয়ে এ দিন অনুষ্ঠান হয়েছে। ১৩ অগস্ট কৃতী কবিকে শ্রদ্ধা জানিয়ে সব পড়ুয়াকে নিয়ে অনুষ্ঠান হবে।”

স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ দিন সামিল হল জেনকিন্সের প্রাক্তনীদের অনেকেই। ১৯৯৬-৯৮ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রাক্তনীদের তরফে জীবেশ সাহা বলেন, “কবির জন্মদিনকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর প্রধান শিক্ষকের সিদ্ধান্ত মেনে স্কুলের একজন দুস্থ মেধাবী ছাত্রকে রজনীকান্ত সেন মেধা বৃত্তি হিসেবে নগদ ৫ হাজার টাকা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ করা হয়েছে। ওই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষকে আমরা প্রস্তাবও দিয়েছি।” স্কুলের শিক্ষক বঙ্গজ মণ্ডল অনুষ্ঠানে সদ্য চালু হওয়া গ্রন্থাগার রজনীকান্ত সেনের নামে নামকরণ করার প্রস্তাব দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক প্রভাত রায়। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তনী দেবব্রত চাকি, দিব্যেন্দু রায় প্রমুখ বক্তব্য রাখেন। সকালে সাগরদিঘি লাগোয়া এলাকায় ক্ষুদিরাম স্মৃতি কমিটি ও জেনকিন্স স্কুল অভিভাবক সমিতি কবির জন্মদিন পালন করে। সমিতির কর্তা নেপাল মিত্র, অবসরপ্রাপ্ত শিক্ষক বানীকান্ত ভট্টাচার্য-সহ বিশিষ্টেরা কবির প্রতিকৃতিকে পুষ্পার্ঘ্য দেন। বিকেলে উত্তর প্রসঙ্গ পত্রিকা গোষ্ঠীর তরফেও কবির জন্মদিন পালন করা হয়। কবি সম্পর্কিত আলোচনা করেন সমর চক্রবর্তী, গৌতম ভাদুড়ি প্রমুখ।

Rajanikanta Sen
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy