Advertisement
০৪ জুন ২০২৪
উত্তরে পুরভোট রায়গঞ্জ

অনুমতি নেই, সভা বাতিল রাহুলের

প্রশাসন অনুমতি না দেওয়ায় দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিংহের রোড শো ও দু’টি পথসভা বাতিল করে দিল বিজেপি। রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের ভোটে জেতানোর জন্য বাসিন্দাদের আবেদন জানিয়ে শুক্রবার বিকালে শহরের কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত হুডখোলা গাড়িতে চেপে রোড শো করার কথা ছিল রাহুলের।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ০২:৩৯
Share: Save:

প্রশাসন অনুমতি না দেওয়ায় দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিংহের রোড শো ও দু’টি পথসভা বাতিল করে দিল বিজেপি। রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের ভোটে জেতানোর জন্য বাসিন্দাদের আবেদন জানিয়ে শুক্রবার বিকালে শহরের কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত হুডখোলা গাড়িতে চেপে রোড শো করার কথা ছিল রাহুলের। সেই সঙ্গে, এ দিন সন্ধ্যায় ৮ ও ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীর সমর্থনে দু’টি নির্বাচনী পথসভায় যোগ দেওয়ারও কথা ছিল তাঁর।

রায়গঞ্জের মহকুমাশাসক সেই রোড শো ও পথসভাগুলির আয়োজনের অনুমতি না দেওয়ায় এদিন নির্ধারিত সেই কর্মসূচি বাতিল করে দেয় বিজেপির উত্তর দিনাজপুর জেলা কমিটি। দলের জেলা সভাপতির অভিযোগ, দলের একাধিক নেতানেত্রীর নির্বাচনী কর্মসূচির অনুমতি দিচ্ছে না। মহকুমাশাসক থেণ্ডুপ নামগিয়েল শেরপার দাবি, ‘‘অভিযোগ ভিত্তিহীন। একই জায়গায় অন্য দলের রাজনৈতিক কর্মসূচি থাকায় গোলমালের আশঙ্কায় বিজেপিকে এ দিনের রোড শো ও পথসভার অনুমতি দেওয়া হয়নি। বিজেপির বাকি আবেদনগুলি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।’’

নির্মলবাবুর দাবি, গত ২ মে রায়গঞ্জ থানার পুলিশের মাধ্যমে মহকুমাশাসকের কাছে লিখিত ভাবে রাহুলের রোড শো ও পথসভা আয়োজনের অনুমতি চেয়ে আবেদন জানানো হয়। বৃহস্পতিবার বিজেপির জেলা নেতৃত্বকে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, তাঁদের অনুমতি দেওয়া হবে না।

বিজেপি আগামী ৯ ও ১০ মে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ৭ থেকে ১২ মে পর্যন্ত দলের রাজ্য সম্পাদক রীতেশ তিওয়ারি, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের অনুমতি চেয়ে আবেদন করেছে। প্রায় এক সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত অনুমতি দিচ্ছে না প্রশাসন। নির্মলবাবু বলেন, ‘‘তৃণমূল বিজেপিকে ভয় পেয়েছে।’’

জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের দাবি, ‘‘দল প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Sinha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE