Advertisement
১৯ মে ২০২৪

যাত্রীর ছুরি, জখম রেল পুলিশকর্মী

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এক যাত্রীর ছুরিতে আহত হলেন আরপিএফের এক কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ির রানিনগর স্টেশনে এই ঘটনার পরে গ্রেফতার করা হয় অর্জুন মল্লিক নামে ওই যাত্রীকে।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ০২:৫৪
Share: Save:

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এক যাত্রীর ছুরিতে আহত হলেন আরপিএফের এক কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ির রানিনগর স্টেশনে এই ঘটনার পরে গ্রেফতার করা হয় অর্জুন মল্লিক নামে ওই যাত্রীকে। অর্জুনবাবুর বাড়ি অসমে৷ আরপিএফ অফিসারদের একাংশের সন্দেহ, তাঁর কোনও মানসিক সমস্যা থাকতে পারে৷ জখম আরপিএফ কর্মীর নাম অনিলকুমার সিংহ৷ আরপিএফ সূত্রের খবর, কাঞ্চনজঙ্ঘা ট্রেনটির ওই স্টেশনে দাঁড়ানোর কথা না থাকলেও শিয়ালদহ থেকে গুয়াহাটি যাওয়ার সময় সিগনালের জন্য গতকাল সেখানে দাঁড়ায়৷ অনিলবাবু জানান, ট্রেনটি দাঁড়ানোর পরই জেনারেল কামরায় গোলমাল হচ্ছে দেখে তিনি সেখানে যান৷ সেখানে দেখেন অর্জুনবাবু কয়েকজন যাত্রীর সঙ্গে মারপিট করছেন৷ যাত্রীদের অভিযোগের ভিত্তিতেই তিনি অর্জুনকে ট্রেন থেকে নামান। তখনই অর্জুন অনিলবাবুকে ছুরি মারেন বলে অভিযোগ৷ আরপিএফ কর্মীর কথায়, “ট্রেনের মধ্যেও একাধিক যাত্রীকে ওই ব্যাক্তি মারধর করছিলেন৷ বাধ্য হয়েই তাঁকে ট্রেন থেকে নামাই৷ তারপরই তিনি স্টেশনে আগুন লাগিয়ে দেবেন বলে হুমকি দেন৷ এরপর কিছু বোঝার আগেই ব্যাগ থেকে একটি ছুরি বার করে আমায় আঘাত করেন৷” এরপর অন্য যাত্রীদের সাহায্যে ওই ব্যাক্তিকে ধরে নিজেদের ক্যাম্পে নিয়ে যান ওই আরপিএফ কর্মী৷ বাঁ দিকের গালে আঘাত পান অনিলবাবু৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RPF Passenger Knief
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE