নদীর উত্স মুখে আড়াআড়ি ভাবে কংক্রিটের সেচবাঁধ দিয়ে আটকে দেওয়ায় আত্রেয়ী দ্রুত শুকিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শীর্ণ আত্রেয়ীকে বাঁচাতে আন্দোলনে নামতে চলেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট।
রবিবার উপগ্রহ থেকে আত্রেয়ীর ছবি দেখে ওই সন্দেহ জোরালো হয়েছে বলে স্থানীয় পরিবেশপ্রেমী সংস্থার কর্মকর্তাদের অভিযোগ। আত্রেয়ীকে বাঁচাতে কুমারগঞ্জের সমজিয়া সীমান্তের ও পারে আত্রেয়ী নদীর উপর আড়াআড়ি সেচবাঁধের ওই ছবি ডাউনলোড করে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন দিশারী সংকল্প নামে বালুরঘাটের পরিবেশ সংস্থার সম্পাদক তুহিনশুভ্র মণ্ডল। রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ দিন টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।
বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকেও এ দিন ওই ছবি-সহ বিষয়টি দেখতে অনুরোধ জানিয়ে মেলবার্তা পাঠিয়েছেন তুহিনশুভ্রবাবু। তিনি বলেন, “আত্রেয়ী দু’দেশের মধ্যে দিয়ে প্রবাহিত। বিষয়টি আন্তর্জাতিক বলে দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিপন্নতার বিষয়ে অবহিত করা হয়েছে। দু’দেশের তরফে বিষয়টি দেখা না হলে বিপন্ন হয়ে পড়বে একটি জনপদ।”