Advertisement
০৬ মে ২০২৪
Madhyamik 2024

বিনা খরচে মিলছে শঙ্করের গাড়ি

শুক্রবার পরীক্ষার প্রথম দিন ৯ জন পরীক্ষার্থীকে একাধিক স্কুলের পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও দিলেন তিনি। শঙ্কর বলেন, “মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় আমার সাইকেল খারাপ হয়েছিল।

গাড়ি নিয়ে পরীক্ষার্থীদের অপেক্ষায় শঙ্কর।

গাড়ি নিয়ে পরীক্ষার্থীদের অপেক্ষায় শঙ্কর। নিজস্ব চিত্র।

অরিন্দম সাহা
কোচবিহার শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৩
Share: Save:

নিজে মাধ্যমিক পরীক্ষার সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়েছিলেন। সে অভিজ্ঞতা যাতে অন্য কারও না হয়, সে জন্য পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হলেন কোচবিহার শহর লাগোয়া গুড়িয়াহাটির বাসিন্দা শঙ্কর রায়। পেশায় গাড়ির চালক শঙ্কর নিজের গাড়িতে মোবাইল নম্বর-সহ ব্যানার দিয়েছেন, আগাম যোগাযোগের ভিত্তিতে নিখরচায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথা জানিয়ে। শুক্রবার পরীক্ষার প্রথম দিন ৯ জন পরীক্ষার্থীকে একাধিক স্কুলের পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও দিলেন তিনি। শঙ্কর বলেন, “মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় আমার সাইকেল খারাপ হয়েছিল। কোনও মতে সাইকেল ঠেলে পরীক্ষা কেন্দ্রে যাই। তেমন কষ্ট অন্য কারও হোক, চাই না। এখন নিজে গাড়ি চালিয়ে রোজগার করি। সে গাড়িতেই পরীক্ষার্থীদের বিনা খরচে পৌঁছে দিলাম।”

এ দিন শঙ্কর যাদের পৌঁছে দেন, তাদের মধ্যে এক জন ছাত্রী। বাকিরা ছাত্র। শঙ্কর জানান, ওই ছাত্রী রাস্তায় টোটোর অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। ব্যানার দেখে গাড়ি দাঁড় করালে ওই ছাত্রীকে নিউটাউন গার্লস হাইস্কুলে পৌঁছে দেন তিনি। বাকি ছাত্রেরা আগেই তাঁর মোবাইলে যোগাযোগ করেছিল। খাগরাবাড়ি এলাকার একটি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেনওই ছাত্রদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cooch Behar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE