Advertisement
২২ মে ২০২৪

খুনে অভিযুক্ত ধরা না পড়লে আন্দোলনের হুমকি সূর্যকান্তের

তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুনের ঘটনার পরে দু’দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার না হলে দলের তরফে মৃতার পরিবারের লোকজন ও প্রতিবেশিদের নিয়ে টানা আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০১:২২
Share: Save:

তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুনের ঘটনার পরে দু’দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার না হলে দলের তরফে মৃতার পরিবারের লোকজন ও প্রতিবেশিদের নিয়ে টানা আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার দলের উত্তর দিনাজপুর জেলা সম্পাদকমণ্ডলীর প্রথম বৈঠকে যোগ দিতে রায়গঞ্জে দলের জেলা কার্যালয়ে আসেন সূর্যকান্তবাবু। বৈঠকেই দলের নেতাদের কাছ থেকে তিনি বিষয়টি জানতে পারেন। বৈঠকের পর বিকাল চারটে নাগাদ সূর্যকান্তবাবু রায়গঞ্জের সিপিএম সাংসদ মহম্মদ সেলিম ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়, সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পালকে নিয়ে বরুয়া পঞ্চায়েতের ভাগডুমুর এলাকায় মৃত ওই নাবালিকার বাড়িতে গিয়ে তার পরিজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। সূর্যকান্তবাবুর কাছে মৃতার পরিবারের লোকজন পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন। তাঁদের দাবি, ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করার দুদিন পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের বিষয়ে পদক্ষেপ করেনি। এমনকী, এলাকায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে কোনও তদন্তও করেনি পুলিশ। এ দিন সূর্যকান্তবাবুর কাছে অভিযোগ জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মৃতার মা।

পরে সূর্যকান্তবাবু বলেন, ‘‘পুলিশ অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে বলে আমরা সন্দেহ করছি। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও পুলিশের নিষ্ক্রিয়তায় অভিযুক্ত ধরা পড়েনি। উল্টে মৃতার পরিবারের লোকজনকে নানাভাবে হুমকি দিয়ে পরোক্ষে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে।’’ তিনি জানান, তিনি রবিবার কলকাতায় ফিরে বিষয়টি রাজ্য প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তাদের জানাবেন। তাঁর হুঁশিয়ারি, ‘‘আমরা পুলিশকে ২৪ ঘণ্টা সময় দিলাম। তার মধ্যে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে না পারলে দলের তরফে মৃতার পরিজন ও প্রতিবেশীদের নিয়ে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামা হবে। পথ অবরোধ, থানা ও পুলিশ সুপারের দফতর ঘেরাও সহ যে কোনও ধরণের আন্দোলন হতে পারে।’’ জেলা পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে সাময়িক দেরি হচ্ছে। পুলিশ আইন মেনেই কাজ করছে।’’

পুলিশ সূত্রের খবর, গত বৃহস্পতিবার বিকেলে আট বছরের ওই স্কুলছাত্রীর মৃতদেহটি বাড়ির অদূরে একটি পাটখেত থেকে আংশিক বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার মুখে, গালে একাধিক আঁচড়ের দাগ-সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নও মেলে। ঘটনাস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরে রাস্তার ধারে পুরুষদের একটি সাইকেলও উদ্ধার করে পুলিশ। ওই সাইকেলের সূত্র ধরেই মৃতার প্রতিবেশী অভিযুক্ত ওই যুবককে চিহ্নিত করে পুলিশ। রাতেই পেশায় চাষি মৃতার বাবা অভিযুক্তের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় খুনের অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, তাঁর মেয়েকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে শুক্রবার মৃতার পরিজন ও প্রতিবেশিরা বিজেপি নেতা প্রদীপ সরকারের নেতৃত্বে মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

suryakanta mishra agitation cpm police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE