Advertisement
E-Paper

মালদহে শুভেন্দুর দুই সভায় তৎপরতা

পঞ্চায়েত নির্বাচনে এ বার মালদহে সাফল্য পেয়েছে তৃণমূল। পঞ্চায়েতের পরে এ বার তৃণমূল নেতৃত্বের পাখির চোখ মালদহের দু’টি লোকসভা আসন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ০৩:৩৫
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

পঞ্চায়েত নির্বাচনে এ বার মালদহে সাফল্য পেয়েছে তৃণমূল। পঞ্চায়েতের পরে এ বার তৃণমূল নেতৃত্বের পাখির চোখ মালদহের দু’টি লোকসভা আসন। পঞ্চায়েতের ত্রিস্তরের জনপ্রতিনিধিদের পাশাপাশি পরাজিত সদস্যদেরও চাঙ্গা করতে মালদহে আসছেন তৃণমূলের জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, রবিবার হবিবপুর ও গাজল ব্লকে পৃথক দু’টি সভা করবেন তিনি। ফলে শুভেন্দুর সভা ঘিরে জোর তৎপর তৃণমূল শিবির।

পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বোর্ড গঠনে কংগ্রেস এবং বামেদের পিছনে ফেলে জেলার শীর্ষস্থানে এখন তৃণমূল। মালদহ জেলা পরিষদ, ১৫টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১২টিতে একক ভাবে দখল নিয়েছে তৃণমূল। এমনকী, গ্রাম পঞ্চায়েত স্তরেও অধিকাংশ ক্ষেত্রে তৃণমূলই বোর্ড গড়েছে। পঞ্চায়েতের সাফল্যের পর তৃণমূল নেতৃত্ব এবার জেলার দু’টি লোকসভা আসন পেতে ঝাঁপিয়ে পড়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের পর শুভেন্দু জনসভা করলেও দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেননি। এবার দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করতে আসছেন তিনি। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডীতে প্রথম দলীয় বৈঠক করার কথা শুভেন্দুর। হবিবপুর-সহ পুরাতন মালদহ ও বামনগোলা ব্লকের পঞ্চায়েতের ত্রিস্তরের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন পঞ্চায়েতের পরাজিত প্রার্থী এবং ব্লক স্তরের নেতানেত্রীরাও।

হবিবপুরের পর আজই গাজলেও জনপ্রতিনিধি, পরাজিত প্রার্থী, স্থানীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করার কথা তাঁর। ফলে লোকসভা ভোটের আগে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলের জেলার শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের একাংশ নেতৃত্বের বক্তব্য, ভোটের পর দলের প্রতীকে জেতা জনপ্রতিনিধিরা যোগাযোগ রাখলেও পরাজিত প্রার্থীরা নানা কারণে দূরত্ব তৈরি করেছেন। অনেকে আবার বসেও গিয়েছেন। লোকসভা ভোটে জনপ্রতিনিধিদের পাশাপাশি সেই প্রার্থীদেরও আসরে নামানো হবে। শুভেন্দুর বৈঠকের পর সেই কর্মীরা আরও সক্রিয় হয়ে উঠবেন বলে দাবি নেতৃত্বের। তৃণমূলের জেলার কার্যকরী সভাপতি দুলাল সরকার বলেন, “শুভেন্দুবাবুর নেতৃত্বে লড়াই করে আমরা এবারের পঞ্চায়েত ভোটে সাফল্য পেয়েছি। সেই ফল লোকসভা ভোটেও বজায় রাখতে চাই। পুজোর পর সকলকে নিয়ে শুভেন্দুবাবুর বৈঠকের ফলে সকলেই কার্যত নড়েচড়ে বসবে। আর সকলে মিলে লড়াই করলে জেলার লোকসভার দু’টি আসনই আমরা মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবে দিতে পারব।”

Suvendu Adhikari Malda শুভেন্দু অধিকারী মালদহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy