বানারহাট থেকে নাগরাকাটাগামী নির্জন ৩১ নম্বর জাতীয় সড়কে তখন দ্রুত গতিতে ছুটে চলেছে একের পর এক গাড়ি। সেই রাস্তার উপর দিয়ে ছোট ছোট পায়ে রাস্তা পারাপার করছিল বিপন্ন প্রজাতির কচ্ছপ। গাড়ির চাকায় পিষ্ট হতে হতে অল্পের জন্য বেঁচে যাচ্ছিল বার বার।
মঙ্গলবার রাতে সেই সময় রাস্তার পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন দেবপারা গুদাম লাইনের বাসিন্দা সুভাষ বরাইক। তিনি দেখতে পান কচ্ছপটিকে। উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন তাকে। উদ্ধার হওয়া কচ্ছপটি ইন্ডিয়ান ফ্ল্যাপশেল প্রজাতির। বুধবার সকালে উদ্ধার করা কচ্ছপটি বন দফতরের কাছে পৌঁছে দেন সুভাষ।