Advertisement
০৪ মে ২০২৪

বিজয় মিছিলের টাকা না দেওয়ায় বাগােন পাতা লুঠ

বিজয় মিছিলের জন্য অর্থ না দেওয়ায় একটি চা-বাগান থেকে চা-পাতা লুঠের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে৷ অভিযোগের ভিত্তিতে ওই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০১:৫৮
Share: Save:

বিজয় মিছিলের জন্য অর্থ না দেওয়ায় একটি চা-বাগান থেকে চা-পাতা লুঠের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে৷ অভিযোগের ভিত্তিতে ওই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

জলপাইগুড়ির রাজগঞ্জের ভোলাপাড়া চা-বাগানে ঘটনাটি ঘটে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই তৃণমূল কংগ্রেস নেতার নাম ফরমান আলী৷ তিনি রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সম্পাদক বলে পরিচিত ৷ যদিও ঘটনার পরেই ধৃতের সঙ্গে দলের যোগাযোগের কথা অস্বীকার করেছে তণমূল কংগ্রেস৷

দলের নেতা তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের সাফ কথা, “সুখানি গ্রাম পঞ্চায়েত এলাকায় ফরমান আলী নামে তৃণমূল কংগ্রেসের কোনও নেতা নেই ৷ ওই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও যোগ নেই ৷”

খগেশ্বরবাবু ঘটনার সঙ্গে দলের যোগ থাকার কথা অস্বীকার করলেও বাগান কর্তৃপক্ষ কিন্তু অন্য কথা বলছে৷ ভোলাপাড়া চা-বাগানের ম্যানেজার আশীষ সেনগুপ্ত জানান, নির্বাচনের ফল প্রকাশের পরই তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলের জন্য পনেরো থেকে কুড়ি হাজার টাকা চাঁদা দিতে হবে বলে শাসিয়ে যায় ফরমান৷

তিনি বলেন,‘‘আমি বিষয়টি বাগান মালিককে জানালে তিনি টাকা দিতে অস্বীকার করে ৷ এরপর গত সোমবার দুপুরে ফরমান সহ দশ-বারোজন লোক বাগানে এসে প্রায় ষোলোশো কেজি কাঁচা চা-পাতা লুঠ করে নিয়ে যায় ৷ এরপরই রাজগঞ্জ থানায় আমরা অভিযোগ দায়ের করি ৷”

বাগান কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় পুলিশ ফরমানকে গ্রেপ্তার করে ৷ আজ তাকে আদালতে তোলা হয় ৷ জেলার পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানিয়েছেন, “মূলত চা-পাতা লুঠ করার অভিযোগেই ফরমানকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তবে বাগান কর্তৃপক্ষের কাছ থেকে টাকা চাওয়ার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে ৷” রাজগঞ্জ এলাকার সিপিএম নেতা সত্যেন মণ্ডল বলেন, “তৃণমূল কংগ্রেসের চাঁদা আর তোলাবাজির হাত থেকে কেউই নিস্তার পাচ্ছেন না৷” যদিও তৃণমূল নেতাদের পাল্টা দাবি, সিপিএমই কিছু লোককে দিয়ে এসব অভিযোগ তুলে দলকে বদনাম করার চেষ্টা করছে ৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tea leaves Victory rally
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE