নিয়োগের দাবিতে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দিতে গিয়ে তৃণমূল নেতা-কর্মীদের ‘বাধা’র মুখে পড়লেন টেট উত্তীর্ণরা। বুধবার সরকারি জনসভায় যোগ দিতে জলপাইগুড়িতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সভাস্থলের কিলোমিটারখানেক আগে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন তিনি। সেই সময়েই ২০২২ সালের টেট উত্তীর্ণরা স্মারকলিপি দিতে যান। প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের সদস্যরা আগে থেকেই মুখ্যমন্ত্রীর যাত্রাপথে জড়ো হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁরা দাবি-সহ প্লাকার্ড দেখান। মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিতে এগোলেই জেলা তৃণমূল নেতা তথা কৃষক সংগঠনের জেলা সভাপতি দুলাল দেবনাথ তাঁদের বাধা দেন। শুরু হয় বচসা। দুলাল বলেন, “মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণেই টেট উত্তীর্ণদের দাবিপত্র দিতে নিষেধ করেছিলাম। পরে অবশ্য তাঁরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন।” টেট উত্তীর্ণদের সংগঠনের সদস্য অমিত রায় বলেন, “খেলা-মেলা-উৎসবের নামে কোটি কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার। অথচ আমাদের নিয়োগ করা হচ্ছে না। আমাদের দাবি মানা না হলে বাংলাদেশ ও নেপালের ধাঁচে আন্দোলনে পথে নামতে বাধ্য হব।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)