Advertisement
১৮ মে ২০২৪

খেয়েদেয়ে চুরি করে চম্পট দিল দুষ্কৃতীদের দল

বাড়িতে ঢুকে দীর্ঘক্ষণ খানাপিনার পর চুরি করে পালাল একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধাননগর থানার তিন নম্বর ওয়ার্ডের গুরুঙ্গবস্তি এলাকায়। দোতলা বাড়িতে কেউ না থাকার সুযোগেই এই ঘটনাটি ঘটেছে পুলিশ জানিয়েছে। আধখাওয়া দুটি মদের বোতল, নেশার সামগ্রী বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তদন্তের পর পুলিশ জানিয়েছে, যে বাড়িতে চুরি হয়েছে, তার বাড়ির মালিক দু’দিন বাড়িতে ছিলেন না।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৫ ০২:০৪
Share: Save:

বাড়িতে ঢুকে দীর্ঘক্ষণ খানাপিনার পর চুরি করে পালাল একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধাননগর থানার তিন নম্বর ওয়ার্ডের গুরুঙ্গবস্তি এলাকায়।

দোতলা বাড়িতে কেউ না থাকার সুযোগেই এই ঘটনাটি ঘটেছে পুলিশ জানিয়েছে। আধখাওয়া দুটি মদের বোতল, নেশার সামগ্রী বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তদন্তের পর পুলিশ জানিয়েছে, যে বাড়িতে চুরি হয়েছে, তার বাড়ির মালিক দু’দিন বাড়িতে ছিলেন না।

শনিবার রাতে ফিরে মূল দরজা খুলে ভিতরে ঢুকে প্রেমকুমার প্রসাদ নামের বাড়ির মালিক দেখেন সমস্ত ঘরের তালা ভাঙা। আলমারি থেকে সোনার গয়না, টাকা, ল্যাপটপ সহ আরও কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, “চুরির অভিযোগ হয়েছে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রেমবাবুরা পাঁচ ভাই। তাঁদের পরিবহণের ব্যবসা রয়েছে।। সকলেই কর্মসূত্রে পরিবার নিয়ে সিকিমের গ্যাংটকে থাকেন। তবে শিলিগুড়ির বাড়িতেও তাঁদের নিয়মিত যাতায়াত রয়েছে। গত ২৫ মার্চ বৃহস্পতিবার সকালে তাঁরা বাড়িতে তালা মেরে গ্যাংটকে যান। শনিবার রাতে ফিরে দেখেন বাইরের গেটের দরজার তালা অক্ষত। কিন্তু ভিতরের ঘরগুলির দরজা তালা ভাঙা। ঘরের সমস্ত আলমারি, বাক্স লন্ডভন্ড করা।

প্রেমবাবু জানান, দেওয়াল টপকেই বাড়িতে ঢুকেছে দুষ্কৃতীরা। ঘরে ঢুকে দুটি আধ খাওয়া মদের বোতল, অসংখ্য ট্যাবলেটের খালি স্ট্রিপ দেখতে পেয়েছি। সেগুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে যান এলাকার প্রাক্তন কাউন্সিলর রামভজন মাহাতো। তিনিও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। গত শনিবার রাতে শিলিগুড়ি থানা এলাকার মহাকালপল্লির একটি বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। তার পরে এই ঘটনায় উদ্বিগ্ন বাসিন্দারা। ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর কমল অগ্রবালই পুলিশকে খবর দেন। সেই ঘটনারও তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE