Advertisement
১৭ মে ২০২৪

মর্যাদা পাবেন বহিরাগতরা, মত দিলীপের

বিরোধী দল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা-কর্মীদের দলে যোগ্য মর্যাদা দেওয়ার নির্দেশ দিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ০২:২৬
Share: Save:

বিরোধী দল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা-কর্মীদের দলে যোগ্য মর্যাদা দেওয়ার নির্দেশ দিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তর দিনাজপুর জেলার ন’টি ব্লকের বুথস্তরের সংগঠন খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে রায়গঞ্জের ইনস্টিটিউট হলে কর্মিসভায় যোগ দেন দিলীপবাবু। সেখানে তিনি এও জানান, বিরোধী দলের যে নেতা-কর্মীরা এসেছেন তাঁদের মধ্যে যাঁদের জনপ্রিয়তা ও জেতার ক্ষমতা রয়েছে, তাঁদের পঞ্চায়েতে প্রার্থীও করা হবে।

বিজেপি সূত্রের খবর, গত এক বছরে জেলার ন’টি ব্লকে তৃণমূল, কংগ্রেস ও সিপিএম ছেড়ে শতাধিক নেতা-কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। গত ২৪ নভেম্বর জেলা তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ রুদ্রাদিত্য ভট্টাচার্য বিজেপিতে যোগ দেন। এ দিনও রুদ্রাদিত্যবাবুর নেতৃত্বে রায়গঞ্জের বীরঘই পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সভাপতি সুদীপ সরকার-সহ কংগ্রেস, তৃণমূল ও সিপিএমের একদল নেতা ও কর্মী বিজেপিতে যোগ দেন। হেমতাবাদের বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকেও কংগ্রেস ও সিপিএমের প্রায় ৫০ জন কর্মী বিজেপিতে যোগ দেন। তাঁদের সকলের হাতেই দলের পতাকা তুলে দেন দিলীপবাবু। তাঁর কথায়, ‘‘রাজনৈতিক শক্তির নিরিখে বর্তমানে প্রধান বিরোধী দল বিজেপি। তাই প্রতিদিনই তৃণমূল, কংগ্রেস ও সিপিএম ছেড়ে বহু নেতা ও কর্মী বিজেপিতে যোগ দিচ্ছেন। তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যোগ্য মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছি।’’

এ দিনের কর্মিসভায় রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত নির্বাচন করানোর দাবিতেও সুর চড়ান দিলীপবাবু! তাঁর অভিযোগ, ‘‘শাসকদলের তল্পিবাহক এই পুলিশের পক্ষে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব নয়। তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত নির্বাচন করার দাবি জানানো হয়েছে।’’

জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত ও সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পালের দাবি, ‘‘বাসিন্দারা বিজেপির ভেদাভেদ ও অশান্তির রাজনীতিকে প্রশ্রয় দেবেন না। তাই বিজেপি নেতাদের বক্তব্যে তাঁরা গুরুত্ব দিচ্ছেন না।’’ জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যেরও দাবি, ‘‘মানুষ উন্নয়ন ও শান্তিশৃঙ্খলার স্বার্থে তৃণমূলের পাশে রয়েছেন। তাই বিজেপিকে নিয়ে কিছুই ভাবছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE