Advertisement
E-Paper

গঙ্গারামপুরের ভোটের হারে খুশি তৃণমূল

বিগত দিনের সব রেকর্ডকে ছাপিয়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এবারে গড় পুরভোটের হার ৮৫ শতাংশকে ছাড়িয়ে গিয়েছে। রাজনৈতিক মহল সূত্রের খবর, পাঁচবছর আগে গঙ্গারামপুর পুরসভায় ভোটের হার ছিল প্রায় ৮২ শতাংশ। এবারে কোনও বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার এই তথ্য সামনে আসতে বিরোধী শিবিরে আরও হতাশা নেমে এলেও শাসক তৃণমূল শিবির উচ্ছ্বসিত।

অনুপরতন মোহান্ত

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৫ ০২:০৯

বিগত দিনের সব রেকর্ডকে ছাপিয়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এবারে গড় পুরভোটের হার ৮৫ শতাংশকে ছাড়িয়ে গিয়েছে। রাজনৈতিক মহল সূত্রের খবর, পাঁচবছর আগে গঙ্গারামপুর পুরসভায় ভোটের হার ছিল প্রায় ৮২ শতাংশ। এবারে কোনও বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার এই তথ্য সামনে আসতে বিরোধী শিবিরে আরও হতাশা নেমে এলেও শাসক তৃণমূল শিবির উচ্ছ্বসিত। স্বত:স্ফুর্তভাবে মানুষ ভোট দেওয়ায় এবারে ভোটের শতাংশ বাড়ায় ফল তাদের অনুকূলে যাবে বলে কৃতিত্বটা দলের প্রধান সেনাপতি তথা তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্রকে দিচ্ছেন সকলে। বিপ্লববাবুও বলেন, একটানা কুড়ি বছর ধরে গঙ্গারামপুর শহরের শাসন ক্ষমতায় ছিল সিপিএম। এবারের মতো শান্তিপূর্ণ ভোট কোনওবার হয়নি বলে তিনি দাবি করে সকলকে ধন্যবাদ দিয়েছেন। তিনি দাবি করেন, মানুষ উন্নয়নের পক্ষে সিপিএমের বিরুদ্ধে ভোট দিয়েছেন।

তবে আগামী মঙ্গলবার গঙ্গারামপুরের বিডিও অফিসে পুরভোট গণনা বয়কটের সিদ্ধান্ত নিতে পারে সিপিএম। দলীয় সূত্রের খবর, বিষয়টি নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার বৈঠকে বসছে জেলা সিপিএম নেতৃত্ব। দলের জেলাসম্পাদক নারায়ণ বিশ্বাসের অভিযোগ, সবটাই প্রহসনে পরিণত হয়েছে। এই জেলায় বহিরাগত সমাজবিরোধীদের নিয়ে এসে এমন সন্ত্রাসের আবহে বুথ দখল করে আবাধে ছাপ্পা ভোট এই প্রথম সকলে দেখলেন। গণনায় কী হবে, তা সকলেরই জানা। তার আরও অভিযোগ, যে সমস্ত এলাকা থেকে সমাজবিরোধীরা এসেছিল, তাদের কেউ চেনেনা। একটা বড় অপরাধ সংগঠিত করে গেলে কোনও প্রমাণ থাকতো না। ফলে কর্মী থেকে সমর্থকেরা প্রাণের ঝুঁকি নিয়ে পাল্টা চ্যালেঞ্জে যাননি বলে নারায়ণবাবু মন্তব্য করেন।

শনিবার দিনভর বিরোধী সমর্থক থেকে কর্মীদের মারধোর করে তাড়িয়ে, পড়ায় কার্যত ঘরবন্দি করে রেখে শাসক দলের কর্মী বাহিনী অবাধে ছাপ্পা ভোট দিয়ে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল, ২৪ ঘন্টা পরেও তার রেশ কাটিয়ে উঠতে পারেনি সিপিএম। কেননা, শনিবার ভোটের শুরু থেকেই বাম এলাকা বলে পরিচিত ওয়ার্ড গুলিতে বহিরাগতদের তান্ডবের অভিযোগ বিরোধীরা শুরু থেকেই করেছিল। শেষবেলায় বুথের দখল নিয়ে তৃণমূল বাহিনী ছাপ্পা ভোট দিতে গিয়ে যত ভোটার তত ভোট-য়ের নজির গড়েছে বলে সিপিএমের অভিযোগ। সিপিএমের জোনাল সম্পাদক অচিন্ত্য চক্রবর্তীর অভিযোগ, ৯ নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গির একটি বুথে যত ভোটার সংখ্যা, প্রায় ততটাই ভোট পড়েছে। তার দাবি, কোনও কোনও ৯০ শতাংশের উপর ভোট পড়েছে বলে আমরা খবর পাচ্ছি। যদিও সরকারিভাবে শনিবার রাতে বলা হয়েছে গঙ্গারামপুর পুরসভায় ভোট পড়েছে ৮৫.২ শতাংশ। বিগত বাম আমলে গঙ্গারামপুর পুরসভায় ভোটের হার ছিল প্রায় ৮২ শতাংশ। বাড়তি প্রায় ৩ শতাংসের উপর ভোট কাদের দিকে ঝুঁকলো, তা নিয়ে রবিবার দিনভর রাজনৈতিক শিবিরে চর্চার বিষয় ছিল।

gangarampur polling gangarampur tmc gangarampur municipality election 2015 anupratan mohanto
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy