করোনার জেরে রাজ্যের পর্যটন শিল্পেও মন্দা। লকডাউন ওঠার পর ভ্রমণপিপাসুরা অনেকেই খোঁজখবর নিয়ে এদিক-ওদিক যাচ্ছেন। সম্প্রতি রাজ্য সরকারও স্বাস্থ্যবিধির শর্তে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘোরার অনুমতি দিয়েছে। কিন্তু মুখ থুবড়ে পড়া পর্যটন শিল্পকে কী ভাবে ফের নতুন করে চাঙ্গা করা যায়, তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে।
এরই অঙ্গ হিসেবে দেশ-বিদেশের পর্যটকদের কথা মাথায় রেখে সোশ্যাল মিডিয়ায় পর্যটন দফতরের উপস্থিতি ও প্রচার আরও বাড়াতে চায় সরকার। সেই লক্ষ্যেই সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি বাড়াতে বেসরকারি হাতে দায়িত্ব তুলে দিতে চলেছে সরকার। সরকারি সূত্রের খবর, ফেসবুক, ট্যুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ব্লগ— সবকিছুর দায়িত্ব বিশেষজ্ঞ এক সংস্থাকে দিতে টেন্ডারও করা হয়েছে। অক্টোবর-নভেম্বর জুড়ে চলছে এই প্রক্রিয়া। আগামী দু’বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনও সংস্থা পর্যটন দফতরের ডিজিটাল উপস্থিতি সক্রিয় করার কাজ করবে।
রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেছেন, ‘‘বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি, সোশ্যাল মিডিয়ার যুগ। রাজনীতি থেকে পড়াশোনা সব কিছুই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার হচ্ছে। করোনার জন্য তা আরও বাড়ছে। এ বার সরকারি স্তরে এসবের ব্যবহার, সক্রিয়তা দিনদিন বাড়ানো হচ্ছে।’’ প্রশাসনিক সূত্রের খবর, গত ৬ অক্টোবর পর্যটন দফতর থেকে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে।