Advertisement
E-Paper

আইসি-কে কি পুরস্কার

জেলাশাসক কাণ্ডের জেরে যে আইসিকে সরানো হয়েছে, তিনিই এ বছর পুলিশ মেডেল পেতে চলেছেন। সদ্য কোচবিহার থানার দায়িত্ব নেওয়া সৌম্যজিৎ রায় চলতি বছরে রাজ্য পুলিশের এই পুরস্কার পাচ্ছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ০৫:০৮
স্বস্তিতে: মা কল্পনাদেবীর সঙ্গে ফালাকাটার হরিনাথপুরে নিজের বাড়িতে বিনোদ। ফাইল চিত্র।

স্বস্তিতে: মা কল্পনাদেবীর সঙ্গে ফালাকাটার হরিনাথপুরে নিজের বাড়িতে বিনোদ। ফাইল চিত্র।

জেলাশাসক কাণ্ডের জেরে যে আইসিকে সরানো হয়েছে, তিনিই এ বছর পুলিশ মেডেল পেতে চলেছেন। সদ্য কোচবিহার থানার দায়িত্ব নেওয়া সৌম্যজিৎ রায় চলতি বছরে রাজ্য পুলিশের এই পুরস্কার পাচ্ছেন। পুলিশ সূত্রে জানানো হচ্ছে, দার্জিলিঙের আইসি থাকাকালীন তাঁর কাজের জন্য এই মেডেল। ৪ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পুলিশের অনুষ্ঠানে বাছাই অফিসারকে এই মেডেল দেওয়া হবে।

নিয়ম মতো, সৌম্যজিৎবাবুর নাম কয়েক মাস আগেই জেলা থেকে পুলিশ মেডেলের জন্য সুপারিশ হয়েছিল। পুলিশের একাংশের দাবি, ফালাকাটা থানা থেকে সরানো হলেও দার্জিলিঙে সুনাম কুড়োনো পুলিশ অফিসারের যাতে মনোবল ভেঙে না যায়, সে দিকে নজর রেখেই রাজ্য পুলিশ মেডেল থেকে সৌম্যজিৎবাবুর নাম বাদ দেয়নি। ‘দক্ষ’ আধিকারিক হিসেবে পরিচিত আইএএস অফিসার নিখিল নির্মলকেও জেলাশাসক পদ থেকে অপরসারণ করা হলেও তাকে গুরুত্বপূর্ণ জনজাতি উন্নয়ন পর্ষদের মাথায় বসানো হয়েছে।

২০১৭ সালের জুন মাস থেকে দার্জিলিঙে তুমুল অশান্তির সময় সদর থানায় আইসি ছিলেন সৌম্যজিৎ। দার্জিলিঙে আইসি থাকাকালীন তাঁর কাজের ‘সুনাম’ যেমন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের মুখে শোনা গিয়েছিল, তেমনিই তাঁর বিরুদ্ধে দমন-পীড়নের একাধিক পাল্টা অভিযোগ তুলেছিলেন গুরুঙ্গপন্থীরা। তাঁর বিরুদ্ধে দেশের জাতীয় মানবাধিকার কমিশনেও নালিশ জানায় গুরুঙ্গপন্থীরা। কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রীও আইসি-র কাজকর্ম নিয়ে অভিযোগ তোলেন। তার পরেও তাঁকে দার্জিলিঙের সদর থানার দায়িত্বেই দীর্ঘদিন রাখে রাজ্য সরকার। পাহাড় শান্ত হওয়ার পরেও সৌম্যজিৎকে দীর্ঘদিন রেখে দেওয়া হয়েছিল পাহাড়ে। চলতি বছর সেপ্টেম্বর মাসে তাঁকে দার্জিলিং থেকে ফালাকাটায় বদলি করা হয়।

আলিপুরদুয়ারের প্রাক্তন জেলাশাসক নিখিল নির্মল এবং তাঁর স্ত্রী এক যুবককে মারধর করছেন বলে সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে। সেখানে আরো দেখা গিয়েছে, ফালাকাটা থানার আইসি সৌম্যজিৎ রায়কেও দেখা গিয়েছে। ভিডিয়োর সত্যতা আনন্দবাজার যাচাই করেনি। গত রবিবার ফালাকাটা থানার আইসি সৌম্যজিতের ঘরেই প্রাক্তন জেলাশাসক এবং তাঁর স্ত্রী বিনোদ সরকার নামে এক যুবককে মারধর করেন বলে অভিযোগ। বিনোদের বিরুদ্ধে জেলাশাসকের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করার অভিযোগে সে দিনই ফালাকাটা থানার পুলিশ ধরে নিয়ে এসেছিল। আইসির উপস্থিতিতে তাঁরই ঘরে একজন ‘আটক’ যুবককে কী ভাবে জেলাশাসক এবং তাঁর স্ত্রী মারধর করলেন, সে প্রশ্ন উঠেছিল পুলিশের অন্দরেই। এই ঘটনার তিন দিন পরে সৌম্যজিৎকে কোচবিহারে পাঠিয়ে দেওয়া হয়।

আইসির বদলি রদের দাবিতে ফালাকাটায় আন্দোলন চলছে। সেই দলের বাপন গোপ বলেন, “পুলিশ মেডেল পাওয়া আইসি সৌম্যজিৎকে ফালাকাটায় ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীকে দাবিপত্র পাঠাচ্ছি।”

IC Police Medal DM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy