Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Baishnabnagar

জালনোটে ধৃত দুই নেতা, ক্ষুব্ধ বিজেপি

মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে বিধায়কের নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
বৈষ্ণবনগর শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ০৬:২৮
Share: Save:

সদ্য বিজেপিতে যোগ দেওয়া এক পঞ্চায়েত সদস্য ও তাঁর ভাইকে জালনোট সহ গ্রেফতার করল রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে বিধায়কের নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার এতে উত্তপ্ত হয়ে উঠল মালদহের বৈষ্ণবনগর থানা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করে বলেও অভিযোগ। এর প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বৈষ্ণবনগরের বিধায়ক বিজেপির স্বাধীন সরকার।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন ধনঞ্জয় মণ্ডল ও তাঁর ভাই অমৃত। তাঁদের বাড়ি বৈষ্ণবনগর থানার শব্দলপুর গ্রামে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ লক্ষ ২৬ হাজার টাকার জালনোট। এর মধ্যে দু’হাজারের ১১৪টি এবং পাঁচশোর ১৯৬টি নোট রয়েছে। এসটিএফের এক কর্তা জানান, “গোপন সূত্রে খবর পেয়ে ধনঞ্জয়ের বাড়িতে হানা দিয়ে জালনোটগুলি উদ্ধার করা হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।” এ দিনই ধৃতদের জেলা আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে এসটিএফ।

এ দিকে, এসটিএফের হানা উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলে আন্দোলনে নামে বিজেপি। এ দিনই বেলা ১১টা নাগাদ থানায় স্বাধীনের নেতৃত্বে জমায়েত হন বিজেপির নেতাকর্মীরা। বিজেপির দাবি, ধনঞ্জয় বৈষ্ণবনগর থানার বাখরাবাদ পঞ্চায়েতের সদস্য। ধনঞ্জয় কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন। পরে তৃণমূলে যোগ দেন তিনি। ২৬ নভেম্বর ধনঞ্জয় শতাধিক নেতা, কর্মী নিয়ে যোগ দেন বিজেপিতে। তাই ধনঞ্জয় ও তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান স্বাধীন। এমনকি, ধৃতদের জেলা আদালতে নিয়ে যেতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। হইচই পড়ে যায় থানা চত্বরে। মালদহ থেকে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জও করে। তার পরেই আদালতে পেশ করা হয় ধনঞ্জয়দের।

স্বাধীন বলেন, “দলবদলের মাস খানেকের মধ্যেই পঞ্চায়েত সদস্য ধনঞ্জয়কে গ্রেফতার করা হল। শাসক দলের কথা মতো আমাদের নেতাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের উপরে লাঠি চার্জও করেছে পুলিশ। প্রতিবাদে বৈষ্ণবনগর জুড়ে আমরা আন্দোলনে নামব।” ঘটনায় কটাক্ষ করেছেন মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার। তিনি বলেন, “ধনঞ্জয়ের দলবদলে আমাদের দলের কোনও ক্ষতি হয়নি। পুলিশ, এসটিএফ আইন অনুযায়ীই কাজ করছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Baishnabnagar BJP arrest fake note
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE