Advertisement
০২ মে ২০২৪

পথে দুই কামতাপুরি গোষ্ঠী

শুক্রবার প্রোগ্রেসিভ পার্টির তরফে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে বলে দাবি দলের জেলা সম্পাদক অতুল রায়ের।

ছবি পিটিআই।

ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ০২:১৫
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল করার দাবিতে সরব হল কামতাপুর পিপলস পার্টির দুই গোষ্ঠী। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি এবং কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড) দু’টিই এক দাবিতে সরব হয়েছে। দু’টিরই দাবি, ১৯৭১ সালের ২৪ মার্চকে ভিত্তি করেই এনআরসি চালু করা হোক।

শুক্রবার প্রোগ্রেসিভ পার্টির তরফে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে বলে দাবি দলের জেলা সম্পাদক অতুল রায়ের। একই দাবিতে এ দিন কামতাপুর পিপলস পার্টির (ইউনাইটেড) তরফে মিছিল করে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এ দিন দুই দলের কর্মসূচির জন্য সকাল থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল।

এ দিন ইউনাইটেডের মিছিল জেলাশাসকের দফতরের সামনে আসতেই পুলিশ মিছিল আটকে দেয়। দফতরের প্রধান ফটকও বন্ধ করে দেওয়া হয় বলে পুলিশ সূত্রের খবর। রাস্তার উপর বসেই বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। দলের জলপাইগুড়ি জেলা সভাপতি অনিল রায় বলেন, ‘‘আমরা নতুন সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল করার দাবিতে পথে নেমেছি। এই আইন লাগু করা হলে বহিরাগতদের ভিড় উপচে পড়বে। ভূমিপূত্রদের কৃষ্টি ও সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আমাদের থাকবে না।’’

কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় সভাপতি অতুল রায় বলেন, ‘‘নতুন সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগ করা হলে উত্তরবঙ্গের ভূমিপুত্ররা সঙ্কটে পড়বেন।’’

অতুল রায় জানান, ২ জানুয়ারি উত্তরবঙ্গ জুড়ে এই আইনের প্রত্যয়িত নকল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হবে। ৪ জানুয়ারি উত্তরবঙ্গ জুড়ে পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে।

এ দিন অনিল রায় জানান, গণতান্ত্রিক ভাবেই কামতাপুর ইউনাইটেড আন্দোলন করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest CAA Citizenship Amendment Act
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE