Advertisement
০১ মে ২০২৪

টাইব্রেকারে জয়ী উত্তর দিনাজপুর

লড়াই হল সমানে সমানে কিংবা বলা যায় লড়াই হলই না। রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আন্তঃ জেলা সাব জুনিয়র নক আউট প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচে উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ির মধ্যেকার খেলার বিরক্তিকর সমাপ্তি হল টাইব্রেকারে।

বাধা পেরিয়ে।—নিজস্ব চিত্র।

বাধা পেরিয়ে।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০২:১৮
Share: Save:

লড়াই হল সমানে সমানে কিংবা বলা যায় লড়াই হলই না। রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আন্তঃ জেলা সাব জুনিয়র নক আউট প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচে উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ির মধ্যেকার খেলার বিরক্তিকর সমাপ্তি হল টাইব্রেকারে। জলপাইগুড়ির একাধিক পেনাল্টি শট আটকে দিয়ে দিনাজপুরের দলটিকে জয় এনে দিয়ে ম্যাচের সেরা গোলরক্ষকই। আজ সোমবার উত্তর দিনাজপুর দলটি খেলবে শিলিগুড়ির বিরুদ্ধে।

নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত ছিল ম্যাচটি। পরে টাইব্রেকারে দিনাজপুরের তিনটির বদলে মাত্র একটিই গোল করতে সক্ষম হন তারা। দিনাজপুরের হয়ে গোলটি করেন মানব ঘোষ। জলপাইগুড়ির গোলদাতা অরিজিত সিংহ রায়। এর আগে গোটা ম্যাচেই উদ্দেশ্যহীন ফুটবল উপহার দিয়েছে দুই দলই। ম্যাচের প্রথমার্ধে খেলা আটকে ছিল মাঝমাঠেই। দু’পক্ষেরই ভেদশক্তির অভাব খেলাটিকে নিয়ে গিয়েছে, বিরক্তির পর্যায়ে। দু দলেরই আক্রমণে তেমন ঝাঁঝ দেখা যায়নি গোটা ম্যাচেই। প্রথমার্ধে দু এখটি হাফ চান্স ছাড়া কোনও দলের সুযোগই তৈরি হয়নি। খেলা কেমন হয়েছে, তার প্রমাণ প্রথমার্ধে একটিও কর্নার আদায় করতে পারেনি কোনও দলই। অজস্র মিস পাস, লক্ষ্যহীন ফুটবলের পরে জিততে হবে এই বোধ কাজ করে দ্বিতীয়ার্ধে। এই অর্ধে তুলনামূলক ভাল খেলার চেষ্টা করে দু দলই। সুযোগও তৈরি হয়। আপ্রাণ চেষ্টার ফল দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে মানব দিনাজপুরের হয়ে গোল করে দলকে এগিয়ে দেয়। তাদের আনন্দ অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। তিন মিনিটের মধ্যে তাদের সামান্য ঢিলে দেওয়ার সুযোগে গোল শোধ করে দেয় জলপাইগুড়ি।

অরিজিতের করা গোলটি ছিল দর্শনীয়। এর পরে আরও কয়েকটি সুযোগ পেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttar Dinajpur Jalpaiguri football siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE