Advertisement
২৩ মে ২০২৪

ভ্যানটাকে কে যেন উঁচু থেকে ফেলে দিল

আমার একটা পোকেমনের ‘ইরেজার’ আছে। বাবা দিয়েছে। স্কুলে যাওয়ার পথে ভ্যানের বন্ধুদের সেটা দেখাচ্ছিলাম। আমার বন্ধু মেহেফুজের একটা জাদু পেন্সিল আছে। সেটা নিয়ে আমরা বন্ধুরা মিলে টানাটানিও করছিলাম।

ভাঙাচোরা: এই স্কুলভ্যানে ধাক্কা মারে সরকারি বাসটি। মঙ্গলবার শিলিগুড়িতে। ছবি: বিশ্বরূপ বসাক।

ভাঙাচোরা: এই স্কুলভ্যানে ধাক্কা মারে সরকারি বাসটি। মঙ্গলবার শিলিগুড়িতে। ছবি: বিশ্বরূপ বসাক।

রোহিত ইসলাম
শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ০১:৫১
Share: Save:

আমার একটা পোকেমনের ‘ইরেজার’ আছে। বাবা দিয়েছে। স্কুলে যাওয়ার পথে ভ্যানের বন্ধুদের সেটা দেখাচ্ছিলাম।

আমার বন্ধু মেহেফুজের একটা জাদু পেন্সিল আছে। সেটা নিয়ে আমরা বন্ধুরা মিলে টানাটানিও করছিলাম। পুপে রাইম বলছিল। ভ্যানকাকু মাঝেমধ্যে আমাদের চুপ করতে বলছিল। হঠাৎ খুব জোরে ধাক্কা লাগে। ভ্যানটাকে কে যেন উঁচু রাস্তা থেকে নীচে ফেলে দিল।

আমি সিট থেকে উল্টে পড়ে যাই। দেখি মেহেফুজ, ইনতোররা পড়ে গেল। ওরা নীচে আমরা ওপরে। মাথার মধ্যে কী যেন জোরে লাগল। খুব কান্না পেয়ে গেল। চারপাশটা অন্ধকার হয়ে গেল। অনেকের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। কিন্তু কিছুই দেখতে পারছিাম না। ভ্যানের সবাই খুব কাঁদছে। খুব ভয় লাগছিল। কে যেন দুহাত দিয়ে আমাকে টেনে বের করল। বাইরে এসে দেখি পুপের মাথা থেকে রক্ত বের হচ্ছে। ভ্যানকাকুকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। আর কিছু মনে নেই। কপালে এখনও খুব ব্যথা। (লেখক দুর্ঘটনাগ্রস্ত ছাত্র)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident School
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE