Advertisement
E-Paper

তারকা প্রচারে জমবে শহরের ভোট-চিত্র

কেউ ভরসা রাখছেন গ্ল্যামার জগতের পরিচিত মুখে। কোনও দল আবার রাজনৈতিক ‘তারকা’তেই প্রচারে আশাবাদী। শিলিগুড়ি পুরভোটে ডান-বাম সব দলই প্রচারে ‘ওজনদার’ নামের তালিকা তৈরি করে ফেলেছে। সেই ‘তারকাদের’ প্রচারে চলতি সপ্তাহ থেকেই সরগরম হতে চলেছে শিলিগুড়ি। লোকসভার মতো পুরসভা ভোটে মোদী হাওয়া নেই। প্রার্থী তালিকার প্রকাশের পরে ক্ষোভ বিক্ষোভে জেরবার হয়ে পড়েন দলের নেতারা।

অনির্বাণ রায়

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৫ ০৪:০০

কেউ ভরসা রাখছেন গ্ল্যামার জগতের পরিচিত মুখে। কোনও দল আবার রাজনৈতিক ‘তারকা’তেই প্রচারে আশাবাদী। শিলিগুড়ি পুরভোটে ডান-বাম সব দলই প্রচারে ‘ওজনদার’ নামের তালিকা তৈরি করে ফেলেছে। সেই ‘তারকাদের’ প্রচারে চলতি সপ্তাহ থেকেই সরগরম হতে চলেছে শিলিগুড়ি।

লোকসভার মতো পুরসভা ভোটে মোদী হাওয়া নেই। প্রার্থী তালিকার প্রকাশের পরে ক্ষোভ বিক্ষোভে জেরবার হয়ে পড়েন দলের নেতারা। প্রচার শুরু করার পরে সংগঠনের সাহায্য মিলছে না বলেও, নেতাদের কাছে ক্ষোভ জানিয়েছেন। এই পরিস্থিতিতে রূপোলি দুনিয়ার তারকাদের প্রচারে এনে শিলিগুড়ি পুরভোটে ‘হাওয়া’ তুলতে চাইছে বিজেপির জেলা কমিটি।

দল সূত্রের খবর, কলকাতার পুরভোট মিটে গেলে রূপা গঙ্গোপাধ্যায় শিলিগুড়িতে প্রচারে আসবেন। সবকিছু ঠিকঠাক থাকলে অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং অঞ্জনা বসুও শহরে আসতে পারেন বলে জানা গিয়েছে। তাঁদের দিয়ে শহরে রোড শো করানোর প্রস্তাব রাজ্যকে পাঠিয়েছেন জেলা নেতারা। দিল্লি থেকেও অভিনেতা-অভিনেত্রীদের আনার দাবি উঠেছে। গত লোকসভা ভোটের সময় তৃণমূলের প্রচারেও, অভিনেতা দেব, মিমি চক্রবর্তীদের প্রচারে দেখেছিল শিলিগুড়ি। পুরভোটে দেব-মিমি এখনও চূড়ান্ত না হলেও, গ্ল্যামার জগতের বেশ কিছু পরিচিত মুখ প্রচারে থাকতে পারে বলে জানানো হয়েছে। কংগ্রেস প্রার্থীদের হয়ে ভোট চাইতে আসছেন বলিউড অভিনেতা রাজ বব্বর।

গত বুধবার শিলিগুড়ি অগ্রসেন ভবনে দলের প্রার্থীদের নিয়ে সভায় বিজেপির জেলা সভাপতি রথীন বসু, তারকা প্রার্থীদের আসার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে, রাজনৈতিক ভাবে পাল্লা দিতে দার্জিলিঙের সাংসদকেও কাজে লাগাতে চাইছে বিজেপি। বামেদের তরফে ইতিমধ্যেই প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যকে মেয়র পদপ্রার্থী ঘোষণা করে প্রচার শুরু করেছে। তৃণমূলের হয়ে শিলিগুড়িতে সব ওয়ার্ডেই প্রচার শুরু করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মন্ত্রী, প্রাত্তন মন্ত্রীদের প্রচারে পাল্লা দিতে, দলের প্রচার সামলানোর দায়িত্ব তুলে নিয়েছেন বিজেপির দীর্ঘদিনের সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। আগামী সোমবার থেকে শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডে ঘুরে প্রচার চালানোর কতা জানিয়েছেন সাংসদ। দলের প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানিয়ে ইতিমধ্যেই হাফ ডজনেরও বেশি নাগরিক কনভেনশন সেরে ফেলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আগামী সপ্তাহ থেকে বিজেপিও ওয়ার্ডে ওয়ার্ডে নাগরিক কনভেনশন শুরু করতে চলেছে।

সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া বলেন, ‘‘লোকসভা ভোটের সময় শিলিগুড়ির কয়েক হাজার ভোটারকে ফোন করে আবেদন জানিয়েছিলাম। পুরসভা ভোটে বাসিন্দাদের পাড়ায় ডেকে নিয়ে কনভেনশন করব। সকলের সমস্যা শুনে, আমাদের উন্নয়নের পরিকল্পনা জানাব।’’ বিজেপির জেলা সভাপতি রথীনবাবু বলেন, ‘‘সাংসদ নিজে প্রতিটি ওয়ার্ডে প্রচার চালাবেন। সেই সঙ্গে আমাদের দলের তারকা প্রচারকরাও শিলিগুড়িতে প্রচার চালাতে আসবেন।’’

তৃণমূলের তরফে আপাতত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পুরমন্ত্রী ববি হাকিম থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা শিলিগুড়িতে প্রচার করতে আসবেন বলে জানানো হয়েছে। গ্ল্যামার দুনিয়ার নাম নিয়েও ভাবনাচিন্তা চলছে বলে দলের জেলা নেতাদের একাংশ জানিয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতমবাবু বলেন, ‘‘বিজেপির কোনও গ্রহণযোগ্য রাজনৈতিক মুখ নেই বলে পুরোটাই গ্ল্যামারের উপর ভরসা করতে হচ্ছে। শহরের উন্নয়ন নিয়ে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সে সব জানাতে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী প্রচারে আসবেন। আর অনেক অভিনেতা-অভিনেত্রীও আমাদের দলের সমর্থক। তাঁরা প্রচারে আসবেন কিনা তা এখনও ঠিক হয়নি।’’

প্রচারের তালিকায় গ্ল্যামার দুনিয়ার বড়সর নাম না থাকলেও, দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সাংসদ মহম্মদ সেলিম-সহ একাধিক নেতা-নেত্রী প্রচারে আসতে চলেছেন বলে সিপিএম সূত্রে জানা গিয়েছে। সিপিএমের মেয়র পদপ্রার্থী অশোক ভট্টাচার্য বলেন, ‘‘রাজনৈতিক মঞ্চকে কোনদিনই আমরা রঙ্গমঞ্চ করে তুলেনি। মানুষের কাছে আমাদের দলের বার্তা পৌঁছে দিতে, এবং মানুষের সমস্যার কথা জানতে রাজনৈতিক ভাবেই প্রচার চালাব।’’

আগামী রবিবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে কর্মিসভা করবে কংগ্রেস। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে অভিনেতা রাজ বব্বরের। সেই সঙ্গে সোমেন মিত্র, দীপা দাশমুন্সি, মানস ভুঁইয়ারাও প্রচারে থাকবেন। জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার বলেন, ‘‘শহরে প্রচারে ঝড় তুলবে কংগ্রেস। রাজনীতি থেকে শুরু করে রূপোলি তারকারা সকলেই শহরে আসবেন।’’

Municipal vote scenario star campaigners Siliguri corporation Anirban roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy