Advertisement
E-Paper

আত্রেয়ীতে স্নান করতে নেমে মৃত চার কিশোর

আত্রেয়ী নদীতে স্নান করতে নেমে জলে ডুবে চার কিশোরের মৃত্যু হলো। পতিরাম ধামে শিবের মাথায় জল ঢালতে আত্রেয়ী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৪ ০২:০১
আনা হচ্ছে দেহ।

আনা হচ্ছে দেহ।

আত্রেয়ী নদীতে স্নান করতে নেমে জলে ডুবে চার কিশোরের মৃত্যু হলো। পতিরাম ধামে শিবের মাথায় জল ঢালতে আত্রেয়ী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় তারা।

সোমবার ভোরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার পতিরামে এই ঘটনার পরে বিএসএফ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা নদীতে তল্লাশিতে নামেন। স্থানীয় মৎস্যজীবীরাও তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন। সকাল ১১টার মধ্যে তিন জনের মরদেহ উদ্ধার হয়। বিকেলে উদ্ধার হয় চতুর্থ জনের দেহ। পুলিশ জানায়, গঙ্গারামপুরের বাসিন্দা মৃত তিন কিশোরের নাম রূপম বর্মন (১৫), পার্থ পাল (১৭) ও কল্যাণ দত্তচৌধুরী (১৭)। বিকেলে উদ্ধার করা হয় তপন ব্লকের লস্করহাট এলাকার সুপ্রিয় মোহান্তের (১৮) দেহ।

এই ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের সভাধিপতি ললিতা টিগ্গা-সহ তৃণমূলের স্থানীয় নেতৃবৃন্দ এলাকায় গেলে বাসিন্দারা পতিরাম ধামের শিবমন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন। বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢালতে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ভক্তের সমাবেশ ঘটে। অথচ আত্রেয়ী নদীর ঘাটে পূণার্থীদের স্নান করার উপযুক্ত ব্যবস্থাই নেই। ঘাটে নেই কোনও আলোর ব্যবস্থা। তাঁদের অভিযোগ, এর ফলে অন্ধকারে ওই চার কিশোর তলিয়ে গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি দেখবেন বলে সভাধিপতি আশ্বাস দেন। পতিরাম পুলিশ ফাঁড়ির ওসি উৎপল চট্টোপাধ্যায় বলেন, “মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

শিবের মাথায় জল ঢালতে রবিবার রাত থেকেই পতিরাম ধামে ভক্তদের ঢল নেমেছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দিরের কাছে পতিরামের নীচা বন্দর এলাকায় আত্রেয়ী নদীর ঘাটে স্নান করতে অন্ধকার থাকতেই ভিড় জমে যায়। ভোরের দিকে অন্যদের সঙ্গে ওই চার কিশোর যখন স্নান করতে নামে তখনও দিনের আলো ঠিকমতো ফোটেনি। ওই দলের লোকজন যখন টের পান তখন ওই চার জনই তলিয়ে গিয়েছে।

শোকার্ত পরিজন।

গঙ্গারামপুরের ফুলবাড়ির দশম শ্রেণীর ছাত্র ছিল রূপম। ফুলবাড়িতে মামাবাড়িতে থেকে সে লেখাপড়া করত। এক আত্মীয় বলেন, “শিবের মাথায় জল ঢালতে যাবে বলে মানতের কথা বললে আপত্তি করতে পারিনি। কিন্তু এ ভাবে অকালে চলে যাবে ভাবতে পারিনি।”

অন্য দিকে, মালদহের সুজাপুরে গঙ্গা থেকে জল নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পতিরাম ধামে শিবের মাথায় জল ঢালতে নিয়ে গঙ্গারামপুর থেকে পিকআপ ভ্যানে করে ভক্তের একটি দল ফরাক্কা রওনা হয়। রবিবার রাতে গঙ্গা থেকে জল নিয়ে ফেরার পথ দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়। জখম হয়েছেন অপর এক যুবক। পুলিশ জানায়, ওই পিকআপ ভ্যানকে একটি ট্রাক ধাক্কা দিলে মারা যান গঙ্গারামপুরের পূর্ব হালদারপাড়ার সুব্রত সরকার (১৮)। গঙ্গারামপুরের বাসিন্দা কানাই দাসকে রাতে মালদহ থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

—নিজস্ব চিত্র।

drowned teen balurghat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy