Advertisement
১৯ মে ২০২৪

আন্তঃজেলা টেনিসে শিলিগুড়ির দল সেরা

চারদিন ধরে চলা উত্তরবঙ্গ আন্তঃজেলা টেবিল টেনিস টুর্নামেন্টে সেরা হলেন দার্জিলিং জেলার শিলিগুড়ির খেলোয়াড়রা। সোমবার বিকালে আলিপুরদুয়ার ইন্ডোর টেবিল টেনিস প্রতিযোগিতা শেষ হয়। মোট ২২টি বিভাগের মধ্যে ১৯টি বিভাগে জয়ী হয়েছে শিলিগুড়ি দল। পদকের দখলের লড়াইয়ে আলিপুরদুয়ার দ্বিতীয় স্থান অধিকার করেছে। বাকি সমস্ত বিভাগেই দাপট বজায় রাখে শিলিগুড়ির দল।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:০০
Share: Save:

চারদিন ধরে চলা উত্তরবঙ্গ আন্তঃজেলা টেবিল টেনিস টুর্নামেন্টে সেরা হলেন দার্জিলিং জেলার শিলিগুড়ির খেলোয়াড়রা। সোমবার বিকালে আলিপুরদুয়ার ইন্ডোর টেবিল টেনিস প্রতিযোগিতা শেষ হয়। মোট ২২টি বিভাগের মধ্যে ১৯টি বিভাগে জয়ী হয়েছে শিলিগুড়ি দল। পদকের দখলের লড়াইয়ে আলিপুরদুয়ার দ্বিতীয় স্থান অধিকার করেছে। বাকি সমস্ত বিভাগেই দাপট বজায় রাখে শিলিগুড়ির দল।

আলিপুরদুয়ার জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক শৈবাল রায় জানান, উত্তরবঙ্গের সাতটি জেলা থেকে কয়েকশ প্রতিযোগী ব্যক্তিগত ও দলগত খেলায় অংশ নিয়েছিলেন। প্রায় সমস্ত বিভাগে জয়ী হয়েছেন শিলিগুড়ির খেলোয়াড়েরা। মাত্র তিনটি খেলায় জিতে দ্বিতীয়স্থানে রয়েছে আলিপুরদুয়ার। এ দিন খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে নগদ অর্থ পুরস্কার বিতরণ করেন টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ, সৌরভ চক্রবর্তী।

খেলার চিফ আম্পায়ার অরূন্ধতী ব্রহ্মচারী জানান, ফাইনাল খেলায় পুরষ বিভাগে শিলিগুড়ির রাজ মণ্ডল, মহিলা বিভাগে শিলিগুড়ির সুকন্যা বসু, ইয়ুথ বয়েজে শিলিগুড়ির আকাশ নাথ, ইয়ুথ গার্লস বিভাগে শিলিগুড়ির সাগরিকা মুখোপাধ্যায়, জুনিয়র বয়েজে আলিপুরদুয়ারের রাজা কুণ্ডু, জুনিয়র গার্লসে শিলিগুড়ির সাগরিকা মুখোপাধ্যায়, সাব জুনিয়র বয়েজে শিলিগুড়ির এসএস রায়, সাব জুনিয়র গার্লসে শিলিগুড়ির রীতিকা কুণ্ডুু, ক্যাডেট বয়েজে শিলিগুড়ির শুভ্রজিৎ পাল, ক্যাডেট গার্লসে শিলিগুড়ির সৃষ্টি গোস্বামী সেরা হয়েছেন।

নার্সারি বয়েজে শিলিগুড়ির সুধাংশ সেন, নার্সারি গার্লসে শিলিগুড়ির শুভশ্রী গুহ, হোপ বিভাগে আলিপুরদুয়ারের দেবমাল্য রায়, মিক্সড ডাবলসে শিলিগুড়ির শুভম ও সাগরিকা মুখোপাধ্যায়, মহিলা ডাবলসে শিলিগুড়ির ঐশ্বর্য দেব ও সাগরিকা মুখোপাধ্যায়, পুরুষ ডাবলসে শিলিগুড়ির রাজীব সরকার ও শুভম বসাক, সাব জুনিয়র বয়েজ ডাবলসে শিলিগুড়ির সুমন বন্দ্যোপাধ্যায় ও জয়ব্রত ভট্টাচার্য, সাব জুনিয়র গার্লসে শিলিগুড়ির নিকিতা সরকার ও জেসিকা সরকার জিতেছে। দলগত খেলায় সাবজুনিয়র বিভাগে পশ্চিম শিলিগুড়িকে হারিয়েছে দক্ষিণ শিলিগুড়ি সিনিয়র। দলগত বিভাগে পূর্ব শিলিগুড়ি হারিয়েছে পশ্চিম শিলিগুড়িকে। ৪০ বছরের উপর বিভাগে শিলিগুড়ির অমিতাভ দত্ত, ৫০ বছরের উপরের বিভাগে জয়ী আলিপুরদুয়ারের মৃণাল ভদ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

inter state table tennis siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE