তৃণমূল ছাত্র পরিষদের কনভেনশনে বিভিন্ন কলেজের পড়ুয়াদের সামিল করাতে শিলিগুড়ির বিভিন্ন রুটের বাস উঠিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার শিলিগুড়ির মিত্র সম্মেলনী হলে বেলা ১২টা থেকে ওই কনভেনশন হয়।
বাগডোগরা কলেজ, নকশালবাড়ি কলেজ, দাগাপুরের বিভিন্ন বেসরকারি কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে টিএমসিপির সদস্য, সমর্থকদের আনতে এ দিন শিলিগুড়ির বিভিন্ন রুটের অন্তত ১২টি গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল বলে অভিযোগ। তাতে ওই সমস্ত বিভিন্ন রুটের যাত্রীদের বিপাকে পড়েন হয় বলে অভিযোগ।
টিএমসিপির তরফে জানানো হয়েছে, সংগঠনের কনভেনশন থাকায় ছাত্রছাত্রীদের সামিল করাতে তাদের গাড়ি ভাড়া নিতে হয়েছে। তাতে অন্যায় কিছু দেখছেন না। সংগঠনের জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, ‘‘আমরা বাস মালিকদের সংগঠনের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে উপযুক্ত টাকা দিয়েই ভাড়া নিয়েছি। রুটের গাড়ির কোথায় কী সমস্যা তা আমাদের জানার কথা নয়। সিন্ডিকেটের বাস মালিকরাই তা বলতে পারবেন।’’
বাস সিন্ডিকেটই বা কী করে রুটের গাড়ি এ ভাবে ভাড়া দিয়েছে তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। শিলিগুড়ি মিনিবাস সিন্ডিকেটের অন্যতম কর্মকর্তা মৃণালকান্তি সরকার বলেন, ‘‘যতটুকু জানি ৭-৮টি গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। তাতে সাধারণ বাসিন্দাদের যাতায়াতের সমস্যা হওয়ার কথা নয়। বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ির, বিধানগরের মতো বিভিন্ন রুটে ১২৫টির মতো গাড়ি চলে। কয়েকটি না থাকায় সমস্যা হওয়ার কথা নয়।’’
এ দিন শিলিগুড়ির মিত্রসম্মেলনী হলে উত্তরবঙ্গ ছাত্র কনভেনশন করা হয়। উপস্থিত ছিলেন টিএমসিপির রাজ্য সভাপতি অশোক রুদ্র। তা ছাড়া কনভেনশনে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য-সহ অনেকেই। ওই কনভেনশনে শিলিগুড়ি মহকুমার সমস্ত কলেজগুলি থেকে তো বটেই লাগোয়া জলপাইগুড়ি জেলা থেকেও সংগঠনের সমস্যাদের সামিল করানো হয়। সে কারণেই আয়োজক তথা দার্জিলিং জেলা টিএমসিপি’র তরফে গাড়ির ব্যবস্থা করতে ওই সমস্ত বাস ভাড়া নেওয়া হয়েছিল।