Advertisement
E-Paper

জল সরবরাহ ব্যাহত তুফানগঞ্জ পুরসভায়

পরপর একাধিক পাম্প বিকল হয়ে পড়ায় তুফানগঞ্জ পুরসভা এলাকায় পানীয় জল সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সকাল, দুপুর ও বিকেল মিলিয়ে সারাদিনে তিন দফায় পানীয় জল সরবরাহ করা হত। কিন্তু একমাসের বেশি সময় ধরে দুপুরের নির্ধারিত সময়ে পানীয় জল সরবরাহ করা হচ্ছেনা। সকাল ও বিকেলেও মাঝেমধ্যে জল মিলছেনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৪ ০২:৩৬

পরপর একাধিক পাম্প বিকল হয়ে পড়ায় তুফানগঞ্জ পুরসভা এলাকায় পানীয় জল সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সকাল, দুপুর ও বিকেল মিলিয়ে সারাদিনে তিন দফায় পানীয় জল সরবরাহ করা হত। কিন্তু একমাসের বেশি সময় ধরে দুপুরের নির্ধারিত সময়ে পানীয় জল সরবরাহ করা হচ্ছেনা। সকাল ও বিকেলেও মাঝেমধ্যে জল মিলছেনা। বহু এলাকায় আবার জলের চাপ এতটাই কম থাকছে যে রীতিমতো নাকাল হতে হচ্ছে বাসিন্দাদের। সমস্যা মেটানোর ব্যাপারে পুরসভা কিংবা জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্তাদের কোনও হেলদোল নেই বলে অভিযোগ বাসিন্দাদের। এমনকি কবে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে তাও স্পষ্ট করে বলতে পারছেননা ওই দুই দফতরের কর্তারা। ফলে বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে।

পুরসভা কিংবা জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্তারা কেউই ঘটনার দায় নিতে রাজী নন। সিপিএমের দখলে থাকা তুফানগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান রমেশ সরকার বলেন, “ দুর্গাপুজোর কিছুদিন আগে শহরে পরপর তিনটি পাম্প বিকল হয়ে পড়ায় পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা যাচ্ছেনা। তাই সারাদিনে জল সরবরাহ এক দফায় কমিয়ে দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতর ওই জল সরবরাহ ব্যবস্থার পরিকাঠামো দেখভালের দায়িত্বে রয়েছে। পাম্প মেরামতের জন্য প্রায় ১২ লক্ষ টাকা দরকার। বিভিন্ন মহলে যোগাযোগ করে টাকার সংস্থানের চেষ্টা হচ্ছে।” জনস্বাস্থ্য কারিগরি দফতরের তুফানগঞ্জের সহকারি বাস্তুকার ক্ষেত্রমোহন রায় বলেন, “দু’দিন আগে একটি পাম্প মেরামত করা হয়েছে। বাকি দু’টি পাম্পের টিউবওয়েল নতুন করে বসাতে হবে। বিষয়টি পুরসভাকে জানান হয়েছে। পুরসভা টাকা দিলেই কাজ হবে।”

পুরসভা ও জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে, তুফানগঞ্জ পুরসভা এলাকার ১২টি ওয়ার্ডের মোট জনসংখ্যা প্রায় তিরিশ হাজার। মোট ছ’টি পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ জল উত্তোলন করে পরিস্রুত করে তা এই ওয়ার্ডগুলিতে সরবরাহ করা হয়। দুর্গাপুজোর মুখে তিনটি পাম্প পরপর বিকল হয়ে পড়ে। তারমধ্যে চার নম্বর ওয়ার্ডের মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকা, আট নম্বর ওয়ার্ডের লম্বাপাড়া লাগোয়া এলাকার একটি পাম্প বিকল হয়ে রয়েছে। ন’নম্বর ওয়ার্ডের মিনিবাস স্ট্যান্ড লাগোয়া অন্য একটি পাম্প একমাসের মাথায় সম্প্রতি মেরামত করে চালু করা হয়েছে। তবে তাতেও সমস্যা পুরোপুরি মেটেনি বলে অভিযোগ। পুরসভার এক আধিকারিকের কথায়, যৌথ সহযোগিতার ভিত্তিতেই শহরে পানীয় জল সরবরাহ করা হয়। পুরসভা পাইপ লাইন বসানো,পাম্প চালু, নতুন সংযোগ, সরবরাহের সময়সীমা চূড়ান্ত করার মত বিষয়গুলি দেখে। যান্ত্রিক সমস্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। প্রায় একমাস বাদে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর টিউবওয়েল বদলের কথা জানিয়েছেন। জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, দফায় দফায় মেরামতের চেষ্টা করে কাজ হয়নি বলেই দেরিতে টিউবওয়েল বদলানোর কথা বলা হয়।

ক্ষুব্ধ বাসিন্দাদের অবশ্য অভিযোগ, সমস্যার শুরুতে দু’তরফের কেউই গুরুত্ব দেয়নি বলেই এতদিন দুর্ভোগ জারি রয়েছে। সকালে ৭ টা থেকে দু’ঘণ্টা ও বিকেলে ৩টা থেকে একঘন্টা জল সরবরাহ করা হচ্ছে। দুপুর ১২টা থেকে এক ঘন্টা জল সরবরাহ পুরোপুরি বন্ধ থাকে। ওই ইস্যুতে পুরসভাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধী তৃণমূল কংগ্রেস। তুফানগঞ্জ পুরসভার তৃণমূল কাউন্সিলর অনন্ত বর্মা বলেন, পানীয় জলের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুরসভা উদাসীন হলে যা হওয়ার তাই হয়েছে। সময়মত পদক্ষেপ করা হয়নি। এখন নিজেদের ব্যর্থতা আড়াল করতে নানা যুক্তি দেখান হচ্ছে। দ্রুত সমস্যা না মিটলে পুরসভার বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তাঁরা।

water pump tuphanganj
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy