জখম সিপিএম কর্মী
তৃণমূল কর্মী-সমর্থকদের ছোড়া ঢিলে জখম হন বলে অভিযোগ করলেন সিপিএম সদর জোনাল কমিটির সম্পাদক ও প্রাক্তন সাংসদ জিতেন দাস। শুক্রবার জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের গণনাকেন্দ্রে তিনি বসে ছিলেন। সেই সময় তৃণমূল সমর্থকেরা বিজয় উৎসব করেন। সেখান থেকে ঢিল ছোড়া হলে তা তাঁর মাথায় লাগে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
প্রবীণদের ফুটবল
জলপাইগুড়ি ভেটারেন্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে সুশীল ও কল্যাণী মল্লিকের স্মৃতিতে পঞ্চম ভেটারেন্স ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৪-৩১ মে জেওয়াইএমএ ময়দানে প্রতিযোগিতার খেলা হবে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, দাগাপুর, মালদহ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দল প্রতিযোগিতায় আসছে।
কাঠ পাচারে ধৃত
শালকাঠ পাচারের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভুট্টাবাড়ি এলাকায়। পুলিশ জানায় ধৃত গাড়ির চালক গোপাল দাস। একটি পিক ভ্যানে ৬ টি শালকাঠের লগ পাচার করা হচ্ছিল বলে বাগডোগরা থানার পুলিশ জানিয়েছে। ধৃতের বাড়ি সুকনা এলাকায়। কাঠগুলি বিহারে পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
হামলার অভিযোগ
ফল প্রকাশের পরেই হামলার অভিযোগ উঠল ফুলবাড়িতে। শুক্রবার শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি হাট এলাকায় সিপিএমের পার্টি অফিসে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাম প্রভাবিত অটো চালক ইউনিয়নের অফিসও ভাঙচুর করা হয়।
উত্তরের ছয়টি লোকসভা আসনের বিধানসভা-ভিত্তিক ফল। সবিস্তার দেখতে ক্লিক করুন।