Advertisement
E-Paper

টুকরো খবর

বিএ প্রথম বর্ষের ৫০ জন ছাত্রছাত্রীকে ফর্ম পূরণ করতে দেওয়ার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তালা মেরে আটকে রেখে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার মালদহের চাঁচল কলেজের ঘটনা। এদিন দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অফিসে প্রথমে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়ায় ভিতরে আটকে পড়েন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ শিক্ষাকর্মীরা। পরে তালা খোলা হলেও অফিসের সামনে টিএমসিপির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ শুরু করে ফর্ম পূরণ করতে না পারা ছাত্রছাত্রীরা।

শেষ আপডেট: ২৭ মে ২০১৪ ০১:৪৫

অধ্যক্ষকে তালা, কলেজে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • চাঁচল

বিএ প্রথম বর্ষের ৫০ জন ছাত্রছাত্রীকে ফর্ম পূরণ করতে দেওয়ার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তালা মেরে আটকে রেখে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার মালদহের চাঁচল কলেজের ঘটনা। এদিন দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অফিসে প্রথমে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়ায় ভিতরে আটকে পড়েন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ শিক্ষাকর্মীরা। পরে তালা খোলা হলেও অফিসের সামনে টিএমসিপির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ শুরু করে ফর্ম পূরণ করতে না পারা ছাত্রছাত্রীরা। পরীক্ষার মুখে ছাত্রছাত্রীদের একাংশের ফর্ম পূরণকে ঘিরে কলেজ কতৃপক্ষ ও টিএমসিপির মধ্যে চাপানউতোরও শুরু হয়েছে। কলেজ কতৃপক্ষের দাবি, নির্দিষ্ট দিনে ফর্ম পূরণ করতে আসেনি ওই ছাত্রছাত্রীরা। যদিও টিএমসিপির দাবি, নির্দিষ্ট দিনে হাজির হলেও কর্তৃপক্ষ ফর্ম না দেওয়ায় ৫০ জন ছাত্রছাত্রী ফর্ম পূরণ করতে পারেনি। পরে কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে বিকাল ৫টায় বিক্ষোভ উঠে যায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাহুল আমিন এদিন আসেননি।র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরতী সাহাকেই ঘেরাও করে যবিক্ষোভ দেখানো হয়। আরতীদেবী কোনও মন্তব্য করতে চাননি। টেলিফোনে অধ্যক্ষ গাহুল আমিন জানান, ফর্ম পূরণের নির্দিষ্ট দিনে ওই ছাত্রছাত্রীরা হাজির হয়নি। এতে কর্তৃপক্ষের কী করার আছে। এখন অযথা ঝামেলা করা হচ্ছে। যাই হোক সমস্যার কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। তারা অনুমতি দিলে ওই ছাত্রছাত্রীদের ফর্ম পূরণ করা হবে। টিএমসিপির চাঁচল-১ ব্লক সভাপতি রাইহানুল ইসলামের অভিযোগ, “ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঠিক কথা বলছেন না। ওই ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা না হলে আরও বড় আন্দোলন হবে।”

কর বন্ধের হুমকি হাট ব্যবসায়ীদের

নিজস্ব সংবাদদাতা • দিনহাটা

পরিষেবা নিয়ে অভিযোগ তুলে নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিবের সামনেই কর বন্ধের হুমকি দিলেন ব্যবসায়ীরা। গত শনিবার রাতে দিনহাটার চওড়াহাট বাজার ব্যবসায়ী সমিতির সম্মেলন হয়। সেখানে এই ঘটনাটি ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, দিনহাটা শহরের প্রাণকেন্দ্রে মূল বাজার চওড়াহাট এলাকায় দেড় হাজারের বেশি স্থায়ী ও অস্থায়ী দোকান রয়েছে। নিয়ন্ত্রিত বাজার সমিতি নিয়ন্ত্রণাধীন ওই বাজারে কর নিলেও পরিষেবা বলে কিছু নেই। নিয়মিত সাফাই না হওয়ায় বাজার চত্বরে জঞ্জালের স্তূপ জমে থাকছে। মাধেমধ্যে দুর্গন্ধে ক্রেতা-বিক্রেতারা ভোগান্তির মুখে পড়ছেন। পানীয় জলের সমস্যার জন্য ব্যবসায়ীরা বাড়ি থেকে বোতলে ভরে জল আনতে বাধ্য হন। বাজার চত্বরে যাতায়াতের রাস্তা অপরিসর। সম্মেলন মঞ্চে দিনহাটা মহকুমা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব বিপুল নাহার উপস্থিতিতে ক্ষোভ উগড়ে দেন ব্যবসায়ী সমিতির নেতৃত্ব। দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, “গুরুত্বপূর্ণ চওড়াহাট বাজারে পরিষেবা মিলছে না। নিয়মিত সাফাইয়ের ব্যাপারে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে রাজস্ব বন্ধ করে আন্দোলনের কথা ভাবতে হবে।” দিনহাটা মহকুমা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব বিপুল নাহা অবশ্য বলেন, “সরাসরি চুক্তির ভিত্তিতে লোক নিয়োগ করে বাজার সাফাই করানো হয়। সাফাই পরিষেবা চাঙা করতে খুব শীঘ্রই বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্য সমস্যা মেটাতেও চেষ্টা হচ্ছে।”

রানার্স হল জলপাইগুড়ি

নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

২৪ তম রাজ্য সাব জুনিয়ার তাইকেন্ডো প্রতিযোগিতায় রানার্স হল জলপাইগুড়ি। গত রবিবার কলকাতার ময়দান তাঁবুতে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে মোট ১৬ জন প্রতিযোগী অংশ নেয়। তাদের মধ্যে ৯ জন সোনা, ২ জন রূপো এবং ৩ জন ব্রোঞ্জ পদক পেয়েছে। জেলা তাইকেন্ডো সংগঠনের যুগ্ম সম্পাদক প্রদীপ চন্দ জানান, সোনা জয়ী ৯ জন প্রতিযোগী হরিয়ানায় অনুষ্ঠিত ৩১তম জাতীয় প্রতিযোগীতায় রাজ্যের পক্ষ থেকে অংশ নেবে। আগামী ২ থেকে ৬ জুন হরিয়ানায় সাব জুনিয়ারদের জাতীয় প্রতিযোগিতাটি হবে।

পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • চাঁচল

বাড়ির সামনে জাতীয় সড়কে খেলা করার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টা নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বাংরুয়া এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত শিশুর নাম রেশমা দাস। তার বাড়ি ওই এলাকাতেই। দুর্ঘটনার সময় পিক-আপ ভ্যান পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনার পর চালক পালিয়েছে।

নজরুল জন্মজয়ন্তী পালন

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

সংস্কৃতি সংহতি পত্রিকার উদ্যোগে পালিত হল কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী। পত্রিকা সভাপতি তথা আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক নির্মল দাস জানান, অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি অংশ নেন। শারীরিক প্রতিবন্ধীরা নজরুল জয়ন্তী পালন করেছেন।

অসুস্থ স্বামীর মৃত্যুতে রেল লাইনে ঝাঁপ স্ত্রীর

স্বামী মারা যাওয়ার পরই ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী। সোমবার ইংরেজবাজার থানার মালঞ্চপল্লিতে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে ,নিহত দম্পতির নাম প্রবাল ভট্টাচার্য (৪৩), গেলি ভট্টাচার্য ( ৩৮)। মৃত প্রবালবাবু ইংরেজ বাজার পুরসভার বিদ্যুৎ বিভাগে অস্থায়ী কর্মী ছিলেন। এ দিন এই ঘটনায় শোক প্রকাশ করে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান রাজ্যের পযর্টন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “পুরসভার তরফে দম্পতির পরিবারকে সব রকম সাহায্য করা হবে।” সাত বছর আগে প্রবাল ও গেলির বিয়ে হয়েছিল। তাদের সন্তান নেই। ওই দম্পতি মালঞ্চপল্লিতে বসবাস করতেন। বছর খানেক ধরে প্রবালবাবু কিডনি ও লিভারের অসুখে ভুগছিলেন। সোমবার ভোর চারটে নাগাদ বাড়িতেই প্রবালবাবু মারা যান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর পরই স্ত্রী কাউকে না জানিয়েই বাড়িতে স্বামীর মৃতদেহ ফেলে রেখে বাড়ির সামনে রেললাইনে গিয়ে মালদহমুখী হাটেবাজারে এক্সপ্রেসের তলায় ঝাঁপ দেন। চলন্ত ট্রেনের ধাক্কায় গেলির দেহ রেললাইন থেকে ১০ -১২ ফুট নিচে গিয়ে পড়ে। রেল লাইনের পাশে বসবাসকারী বাসিন্দারা ছুটে এসে জখম গেলিদেবীকে তুলে নিয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানেই সকাল ১০টা নাগাদ তিনি মারা যান।

গোষ্ঠীদ্বন্দ্বে জখম দু’জন

দলেরই দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের ইস্কন মন্দির রোড এলাকায়। আহতদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের মিছিলে কংগ্রেস ও সিপিএমের কর্মীরা ঢিল মারলে উত্তেজনা তৈরি হয়। তৃণমূল কর্মীরা বাধা দিলে কংগ্রেস কর্মীরা তারই বদলা নিতে এই ঘটনা ঘটিয়েছেন। রবিবার রাতেই ভক্তিনগর থানায় কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের কয়েক জন কমর্ীর্র বিরুদ্ধে তাঁদের দলীয় কার্যালয়ে হামলা ও কংগ্রেস ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। এর মধ্যে জখম হয়ে হাসপাতালে ভর্তি থাকা দুই কর্মীর নামও রয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়ির পুলিশ কমিশনার জগমোহন বলেন, “অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে।” জেলা তৃণমূলের অন্যতম সম্পাদক কৃষ্ণ পাল বলেন, “আমাদের মিছিলে ঢিল মারে কংগ্রেস ও সিপিএমের সমর্থকরা। আমাদের ছেলেরা প্রতিবাদ করায় হামলা করা হয়।” প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য সিপিএমের দিকে অভিযোগ তোলা হাস্যকর বলে জানিয়েছেন। কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক সুবীন ভৌমিক বলেন, “আমাদের দলীয় কার্যালয়েই হামলা চালিয়েছিল তৃণমূল। ওদের মিছিল থেকেই চকোলেট বোমা ছোড়া হয় দলীয় কার্যালয়ে।”

তুফানগঞ্জে পথ অবরোধ

নিয়োগের দাবিতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন সিভিক পুলিশের প্যানেলভুক্তরা। সোমবার তুফানগঞ্জের বালাভূত মোড়ের কাছে দুপুর ১ টা থেকে ঘণ্টা খানেক অবরোধ চলে। এতে কোচবিহার-অসম রুটের বাসের পাশাপাশি ট্রাকের লম্বা লাইন দাঁড়িয়ে যায়। ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। আন্দোলনকারীরা মোটর বাইক চালকদেরও আটকে দেন বলে অভিযোগ। অভিযোগ, প্রায় তিন মাস আগে ৩৮০ জন সিভিক পুলিশের নিয়োগের প্যানেল ভুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১৯০ জনকে নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের হেলদোল নেই। পুলিশ কর্তাদের তরফে ১ জুন থেকে সকলকে কাজে নিয়োগের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়। জেলা পুলিশ সুপার অনুপ জায়সবাল জানান, নির্বাচনের জন্য কিছু কাজ আটকে রয়েছে। দ্রুত কাজে নিয়োগের নির্দেশ দেওয়া হবে।

আন্দোলন

শাড়ির রং নিয়ে অস্থায়ী মহিলা স্বাস্থ্য কর্মীরা আন্দোলন শুরু করলেন। ওই কর্মীদের সংগঠন সেকেন্ড এএনএম ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের দিনহাটা শাখার তরফে নালিশ জানিয়ে সিএমওএইচকে স্মারকলিপি দেওয়া হয়। তাঁদের অভিযোগ, প্রায় ৫ বছর ধরে সকলে গোলাপী শাড়ি পড়ে কাজ করছেন। অথচ রাজ্য সরকার কমলা রঙের পড়ার জন্য নয়া নির্দেশ জারি করেছে। কিন্তু স্বাস্থ্য দফতর হলুদ রঙের শাড়ি বরাদ্দ করেছে। তা বদলে সরকারি নির্দেশ অনুযায়ী কমলা রঙের শাড়ি সরবরাহ করা না হলে তারা গোলাপী রঙের শাড়ি বদলাবেন না।

বিদ্যুতে মৃত্যু

তড়িদাহত কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রায়গঞ্জ থানার কর্ণজোড়া হাটখোলায়। মৃতের নাম সাজ্জাদ হোসেন (১৭)। বাড়ি ওই এলাকাতেই। সে এবছর স্থানীয় কর্ণজোড়া হাইস্কুল থেকে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক পাশ করে। এদিন ঝড়বৃষ্টিতে সাজ্জাদের বাড়ির সামনের রাস্তায় বিদ্যুতের তার ছিড়ে পড়ে। সেখানে কয়েকটি গরু ও ছাগল ছিল। সেগুলি বাঁচাতে গিয়ে সাজ্জাদ বিদ্যুতের তারটি হাত দিয়ে তুলে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে।

ধর্ষণের চেষ্টা

চকোলেটের লোভ দেখিয়ে চার বছরের শিশুকন্যাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে খুঁজছে পুলিশ। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার হাসপাতাল পাড়ায় শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বলে অভিযোগ। রবিবার রাতে থানায় অভিযোগ জানানো হয়।

থানা ঘেরাও

সোমবার অফিস দখলের অভিযোগ তুলে কোচবিহার কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখালেন বাম শ্রমিক সংগঠন সদস্যরা। বামেদের অভিযোগ, কোচবিহারে সিটু ও টিইউসিসির দুটি অফিস দখল করেছে তৃণমূল। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

কোচবিহার শহরে লালদিঘি সংস্কারের কাজ করছে পুরসভা।

সোমবার ছবিটি তুলেছেন হিমাংশুরঞ্জন দেব।

ভরা গরমেই ভাঙন শুরু হয়েছে বিরকিটি নদীতে। ফালাকাটার

ক্ষীরের কোট গ্রামে রাজকুমার মোদকের তোলা ছবি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy