Advertisement
E-Paper

তিন জেলার মনোনয়ন, অর্থে এগিয়ে সত্যরঞ্জন

উত্তরবঙ্গের তিন জেলায় বুধবার যে প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন, তাঁদের মধ্যে বিষয়-আশয়ে এগিয়ে রয়েছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী পবিত্র (সত্যরঞ্জন) দাশমুন্সি। হলফনামার হিসেব অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ দু’কোটি টাকার কিছু বেশি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৪ ০২:১০

উত্তরবঙ্গের তিন জেলায় বুধবার যে প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন, তাঁদের মধ্যে বিষয়-আশয়ে এগিয়ে রয়েছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী পবিত্র (সত্যরঞ্জন) দাশমুন্সি। হলফনামার হিসেব অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ দু’কোটি টাকার কিছু বেশি।

সত্যরঞ্জনবাবুর বার্ষিক আয়ের পরিমাণ দু’লক্ষ টাকার কাছাকাছি। জেলার কুশমন্ডি, আখানগর, কালিয়াগঞ্জ এলাকায় বেশ কিছু জমি রয়েছে তাঁর। নিজের নামে তিনটে বাড়িও রয়েছে। পিছিয়ে নেই তাঁর বৌদি এবং প্রতিদ্বন্দী কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সিও। প্রায় ১ কোটি ৮৯ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে তাঁর নামে। হলফনামায় দীপাদেবী জানিয়েছেন, তার বার্ষিক আয়ের পরিমাণ সাড়ে ৩ লক্ষ টাকা। তাঁর নামে প্রায় দেড় হাজার বর্গফুটের একটি বাড়ি রয়েছে, যার মূল্য ১২ লক্ষ টাকা। ৫ লক্ষ টাকা মূল্যের অ-কৃষি জমিও রয়েছে বিদায়ী কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রীর নামে। সব মিলিয়ে সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ৯৮ লক্ষ টাকা।

দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে আরএসপি প্রার্থী বিমল সরকার হলফনামায় জানিয়েছেন, তাঁর হাতে থাকা নগদ টাকার পরিমাণ ২০ হাজার টাকার কিছু বেশি। বিমলবাবুর স্ত্রীর হাতে নগদ টাকার পরিমাণ ৫,৩৩০ টাকা। সেই সঙ্গে ব্যাঙ্কে জমা ও অস্থাবর মিলিয়ে বিমলবাবুর নামে প্রায় ১৫ লক্ষ টাকা, তাঁর স্ত্রীর নামে প্রায় ১৯ লক্ষ টাকার সম্পত্তি হলফনামা দেওয়া হয়েছে। আরএসপি প্রার্থীর স্ত্রীর নামে একটি গাড়িও রয়েছে, যার মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা। বাড়ি, অলঙ্কার মিলিয়ে স্বামী-স্ত্রীর মিলিত সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭লক্ষ টাকা। বিজেপি প্রার্থী বিশ্বপ্রিয় রায়চৌধুরীর নামে ৫০ হাজার ও তাঁর স্ত্রীর নামে ২০ হাজার নগদ টাকা রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। স্থাবর, অস্থাবর সম্পত্তি, অলংকার মিলিয়ে প্রায় ৪২ লক্ষ ২১ হাজার টাকা মূল্যের সম্পত্তির রয়েছে তাঁর। এ দিন বালুরঘাট লোকসভা কেন্দ্রে বাম, বিজেপি এবং কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমা দেন। তবে কংগ্রেস প্রার্থী এ দিন মনোনয়নের সঙ্গে হলফনামা দেননি। দলীয় সূত্রে জানানো হয়েছে, পরে তিনি তা জমা দেবেন।

অন্য দিকে, মালদহের প্রার্থীদের মধ্যে দক্ষিণ মালদহের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনের স্থাবর এবং অস্থাবর মিলিয়ে প্রায় ৭৯ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। মোয়াজ্জেমবাবুর নামে বৈষ্ণবনগরে ৪.২৮ একর জমি ও কলকাতায় সল্টলেকে ১০৬১ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। তাঁর দুইটি গাড়িও রয়েছে। উত্তর মালদহের সিপিএম প্রার্থী খগেন মুর্মুর নিজের নামে সম্পত্তির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা। যদিও, তাঁর দুই স্ত্রীর মিলিত সম্পত্তির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা। দক্ষিণ মালদহের সিপিএম প্রার্থী আবুল হাসনাত খানের ফরাক্কার অর্জুনপুরে ১৬০০ বর্গ ফুটের উপর নিজস্ব বাড়ি ও ৬ শতক জমি রয়েছে। যার মূল্য প্রায় এক কোটি টাকা। রায়গঞ্জের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের বার্ষিক আয়ের পরিমাণ প্রায় ৫ লক্ষ ৭২ টাকা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ সাড়ে ৬০ লক্ষ টাকা। তাঁর স্ত্রী’র নামে কলকাতায় একটি ফ্ল্যাট রয়েছে। সেলিমের নামে একটি গাড়িও রয়েছে বলে জানা গিয়েছে।

satyaranjan dasmunshi raigunj tmc candidate property
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy