Advertisement
২০ এপ্রিল ২০২৪

তাপস পালের বিরুদ্ধে থানায় অভিযোগ করল বিজেপি

তৃণমূল সাংসদ অভিনেতা তাপস পালের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সরব হল শিলিগুড়িও। বুধবার বিজেপি এবং কংগ্রেস নেতৃত্ব আলাদা ভাবে বিক্ষোভ দেখায়।

শিলিগুড়িতে বিজেপির মিছিল। বিশ্বরূপ বসাকের তোলা ছবি।

শিলিগুড়িতে বিজেপির মিছিল। বিশ্বরূপ বসাকের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৪ ০২:৫৮
Share: Save:

তৃণমূল সাংসদ অভিনেতা তাপস পালের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সরব হল শিলিগুড়িও। বুধবার বিজেপি এবং কংগ্রেস নেতৃত্ব আলাদা ভাবে বিক্ষোভ দেখায়। বিজেপির মহিলা মোর্চার তরফে এ দিন শিলিগুড়ি থানায় গিয়ে তাপস পালের বিরুদ্ধে মহিলাদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ এবং অগণতান্ত্রিক মন্তব্যের জন্য অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, জনসভাতে ওই সমস্ত মন্তব্য করে তৃণমূলের সাংসদ দলেরই কর্মী-সমর্থকদের উস্কানি দিয়েছেন। কুরুচিপূর্ণ ওই সমস্ত মন্তব্যের জন্য তাঁকে গ্রেফতার করতে হবে। পরে বিকেলে বাঘা যতীন পার্ক থেকে বিজেপি’র ধিক্কার মিছিল বার হয়। ‘বাংলার সংস্কৃতি ধ্বংসকারী ও নারী সম্মান হননকারী’ বলে তাপস পালকে চিহ্নিত করে তাঁর গ্রেফতারের দাবি তোলে বিজেপি। হাসমিচকে তাপস পাল-সহ তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম, অনুব্রত মণ্ডল, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তীর কুশপুতুল পোড়ানো হয়। বিজেপি’র দার্জিলিং জেলা সভাপতি রথীন্দ্র বসু বলেন, “বাংলা সুস্থ সংস্কৃতির জায়গা। সেখান থেকে এক জন সাংসদ এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করবেন তা বরদাস্ত করব না। আমরা চাই পুলিশ নিজে থেকেই এ ব্যাপারে মামলা করুক। না হলে পরবর্তী প্রজন্মের কাছে ভুলবার্তা যাবে। এই অপসংস্কৃতি বন্ধ করতে হবে।”

এ দিন বেলা ১টা নাগাদ হাসমিচকে মহিলা কংগ্রেসের তরফেও তাপস পালের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখান হয়। ওই তৃণমূল বিধায়কের কুশপুতুলে জুতো মেরে প্রতিবাদ জানান মহিলারা। পরে তা পোড়ানো হয়। দার্জিলিং জেলা বামফ্রন্টের তরফেও তাপসবাবুর মন্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়। তাপসবাবুকে গ্রেফতারের দাবি তোলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE