জাতীয় পতাকা নিয়ে বিতর্ক ছড়াল এক শিশু শিক্ষাকেন্দ্রে। শনিবার ডালখোলা আবদুলপুর শিশু শিক্ষাকেন্দ্রে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, এ দিন জাতীয় পতাকা উল্টো উত্তোলন করেছিল ওই স্কুলে সহায়িকা। এর পরই এলাকাতে গুঞ্জন শুরু হয়। যদিও তা মানতে চান নি স্কুলের সহায়িকা। স্কুলের সহায়িকা মুকুলি সরকার বলেন, ‘‘স্কুলের পতাকা উত্তোলনের সময় পতাকার দড়িটি ছিড়ে গিয়েছিল। তবে তার পরে পতাকা উত্তোলন করি। অন্য সহায়িকার সঙ্গে আলোচনা করে দেখেছি পতাকা ঠিক লাগিয়েছিলাম। বিকেলে বাচ্চারা পতাকা নামিয়ে ঘরে রাখে। কেউ যদি কিছু করে আমাদের জানা নেই।’’ যদিও বিষয়টি নিয়ে ওই আবদুল পুর পঞ্চায়েতের প্রধান আহমেদী বেগম বলেন, ‘‘আমি দেখিনি কেবল এলাকার লোকেদের কাছে শুনেছি। এই ধরনের ঘটনা ঘটে থালে লজ্জার।’’