ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশোধনাগার থেকে সরাসরি বিচারাধীন বন্দিদের বিচার হবে কোচবিহার জেলা আদালতে। কোচবিহারের জেলা ও দায়রা বিচারক রবীন্দ্রনাথ সামন্ত জানান, পুজোর আগেই ওই ব্যবস্থা চালু করা হবে। সে’জন্য কোচবিহার জেলা সংশোধনাগার এবং কোচবিহার আদালতে পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। ওই কাজে আপাতত আড়াই লক্ষ টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। ওই ব্যবস্থার মাধ্যমে প্রতিবন্ধী বিচারপ্রার্থী এবং নিরাপত্তাজনিত কারণে যাঁদের আদালতে হাজির করতে প্রচুর টাকা ব্যয় হয় তাঁদের বিচার হবে। কোচবিহারের মাথাভাঙা মহকুমা আদালতের পরিকাঠামো উন্নয়নে ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে সরকার। জেলার সব আদালতের আসবাবপত্র বিচারপ্রার্থী, আইনজীবীও কর্মীদের বসার জন্য আসবাব-সহ পরিকাঠামো উন্নয়নে ২২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।