Advertisement
E-Paper

বিরোধীর অধিকার নিয়ে সংঘর্ষ তৃণমূলেই

দলের গণ্ডি ছাড়িয়ে এ বার শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধল বিরোধীদের ‘অধিকার’ ঘিরে। পঞ্চায়েতের টেন্ডার কমিটিতে বিরোধী নেতারা থাকতে পারবেন কি না সেই প্রশ্নে সোমবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল তৃণমূল পরিচালিত হরিরামপুর পঞ্চায়েত সমিতির সাধারণ সভা। তৃণমূলের পঞ্চায়েত সভাপতি পঞ্চানন বর্মন এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শুভাশিস পালের মধ্যে বিবাদ থেকে উত্তেজনার সূত্রপাত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৪ ০২:০১
(বাঁ দিকে) জখম তাজেমুল ইসলাম ও (ডান দিকে) সাগিনা পারভিন। নিজস্ব চিত্র।

(বাঁ দিকে) জখম তাজেমুল ইসলাম ও (ডান দিকে) সাগিনা পারভিন। নিজস্ব চিত্র।

দলের গণ্ডি ছাড়িয়ে এ বার শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধল বিরোধীদের ‘অধিকার’ ঘিরে।

পঞ্চায়েতের টেন্ডার কমিটিতে বিরোধী নেতারা থাকতে পারবেন কি না সেই প্রশ্নে সোমবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল তৃণমূল পরিচালিত হরিরামপুর পঞ্চায়েত সমিতির সাধারণ সভা। তৃণমূলের পঞ্চায়েত সভাপতি পঞ্চানন বর্মন এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শুভাশিস পালের মধ্যে বিবাদ থেকে উত্তেজনার সূত্রপাত। যুগ্ম বিডিও-র সামনেই শুরু হয়ে যায় হাতাহাতি। মারপিটের জেরে জখম হন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা হরিরামপুর ব্লক তৃণমূল সভাপতি তাজেমুল ইসলাম। তাঁর মুখে ঘুঁসি মেরে পায়ে লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। দলের হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন বর্মন এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সাগিনা পারভিনকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। পাল্টা হামলায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল জেলা সাধারণ সম্পাদক শুভাশিস পালও নিগৃহীত হন বলে অভিযোগ। তাঁর পেটে আঘাত লাগে বলে জানিয়েছেন তিনি।

জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শুভাশিসবাবু দাবি করেন, তাঁর জামার কলার ধরে ঘুষি ও পেটে লাথি মারা হয়। কিডনিতে আঘাত পেয়েছেন বলে শুভাশিসবাবু অভিযোগ করেন। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শুভাশিসবাবু তার উপর হামলা অভিযোগে দলের ব্লক সভাপতি তাজেমুল ইসলাম ও পঞ্চায়েত সভাপতি পঞ্চানন বর্মন সহ মোট ৫ জনের বিরুদ্ধে হরিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। দলের ব্লক সভাপতি তাজেমুল ইসলামও তাদের উপর হামলা ও মারধরের অভিযোগে শুভাশিস পাল সহ মোট ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

ব্লক সভাপতির অভিযোগ, পঞ্চায়েতের টেন্ডার কমিটিতে বিরোধী দলের সদস্যকে রাখা যাবে বলে শুভাশিসবাবু দাবি করেন। পঞ্চায়েত সভাপতি পঞ্চাননবাবু তা আইন বিরুদ্ধ বলে দাবি করেন। এর থেকেই বচসার সূত্রপাত।” তাজেমুলের অভিযোগ, “শুভাশিসবাবু ফোন করে বহিরাগতদের ডেকে এনে মারপিট শুরু করেন।” পক্ষান্তরে, শুভাশিসবাবু অভিযোগ করেন, বিনা প্ররোচনায় মারধর শুরু করেন তাজেমুলরাই।

জেলা পুলিশ সুপার শীষরাম ঝাঝারিয়ে বলেন, “দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।” তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, “পঞ্চায়েতের সভায় বিতর্ক থেকে গণ্ডগোল হয়েছে বলে শুনেছি। বিস্তারিত খোঁজ নিয়ে বলব।”

তবে যা নিয়ে তৃণমূলের দু গোষ্ঠীর মধ্যে গন্ডগোল, পঞ্চায়েতের সেই টেন্ডার কমিটিতে বিরোধী দলের কোনও সদস্যকে রাখা যাবে না বলে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক তাপস চৌধুরী জানিয়েছেন। পুরো বাম আমল জুড়ে হরিরামপুর পঞ্চায়েত সমিতির কংগ্রেস সভাপতি পদে থাকা শুভাশিসবাবু পরবর্তীতে তৃণমূলের জেলা পরিষদের সদস্য হয়ে কেন ওই অনায্য বিষয়টি নিয়ে এ দিন সভায় তুলকালাম ঘটালেন, তা অনেকের কাছে স্পষ্ট নয়। হরিরামপুর পঞ্চায়েত সমিতির বিরোধী সিপিএম নেতা হামিদুর রহমানের কটাক্ষ, “পঞ্চায়েতের ক্ষমতাসীন তৃণমূলের কাজকর্মের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত। অথচ ওদের মধ্যেই গণ্ডগোল, মারপিট লেগে গেল। আমরা উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেছি।”

হরিরামপুর পঞ্চায়েত সমিতির মোট ১৮টি আসনের মধ্যে এককভাবে ১২টি আসন পেয়ে বোর্ডের দখল করেছে তৃণমূল। সিপিএমের রয়েছে ৫টি আসন। ১টি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হয়নি। হরিরামপুরের রাজনীতিতে শুভাশিস ওরফে সোনা পালের প্রভাবে পঞ্চায়েত থেকে জেলা পরিষদ কোনও ভোটে বামেরাও সুবিধা করতে পারেনি। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর শুভাশিস বাবুর সেই প্রভাব আরও বাড়ে। হরিরামপুর বিধানসভা আসন থেকে দলের জেলা সভাপতি বিপ্লব মিত্রের জয়ের পিছনে তাঁর বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন দলের নেতা-কর্মীরা। সেই সোনাই দলের লোকজনের হাতে মার খেয়েছেন বলে অভিযোগ ওঠায় দলে আলোড়ন পড়েছে। তৃণমূল সূত্রের খবর, সোনা পালের ক্ষমতা খর্ব করতে খোদ বিপ্লববাবুর অনুগামী ব্লকের তৃণমূল সভাপতি তাজেমুলের অনুগামীরা সক্রিয় হয়ে উঠেছেন। এই পরিস্থিতিতেই সোনা উত্তেজিত হয়ে পড়ায় এ দিনের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

tmc clash antagonists right balurghat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy