Advertisement
১০ মে ২০২৪

ভুট্টার ট্রেকার রাস্তা জুড়ে, জটে দুর্ভোগ

গত দুই সপ্তাহ ধরে ভুট্টা বোঝাই ট্রাক্টরের দাপটে উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের পাতনোর থেকে ডালখোলার পূর্ণিয়া মোড় পর্যন্ত ১২ কিলোমিটার ৩৪ নম্বর জাতীয় সড়কে দিনভর যানজট লেগে থাকছে বলে অভিযোগ। প্রতিদিনই নিত্যযাত্রীরা যানজটে ফেঁসে দুর্ভোগে পড়ছেন।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০২ জুন ২০১৪ ০০:৪৮
Share: Save:

গত দুই সপ্তাহ ধরে ভুট্টা বোঝাই ট্রাক্টরের দাপটে উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের পাতনোর থেকে ডালখোলার পূর্ণিয়া মোড় পর্যন্ত ১২ কিলোমিটার ৩৪ নম্বর জাতীয় সড়কে দিনভর যানজট লেগে থাকছে বলে অভিযোগ। প্রতিদিনই নিত্যযাত্রীরা যানজটে ফেঁসে দুর্ভোগে পড়ছেন। সেইসঙ্গে রায়গঞ্জ, মালদহ, বালুরঘাট থেকে শিলিগুড়ির রুটের বিভিন্ন বাস সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

সম্প্রতি জেলার বাস মালিকদের সংগঠনের তরফে জেলা পুলিশ সুপার, ডালখোলা পুরসভার চেয়ারম্যান ও জেলা আঞ্চলিক পরিবহণ দফতরের কর্তাদের কাছে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়েছে। দ্রুত এই সমস্যা না মিটলে জেলায় অনির্দিষ্ট কালের জন্য পরিবহণ ধর্মঘটের হুমকি দিয়েছেন বাস মালিকেরা। তাঁদের অভিযোগ, পুলিশের গাফিলতির জেরেই জাতীয় সড়কে দিনভর যানজট হচ্ছে। পুলিশ সুপার রাজেশকুমার যাদব বলেন, “জাতীয় সড়কে যানজট সমস্যার সমাধান করার জন্য অ্যাম্বুল্যান্স বাদে সব যানবাহন ওভারটেকিং নিষিদ্ধ করা হয়েছে। আর ট্রাফিক পুলিশ পাতনোর থেকে ডালখোলা পূর্ণিয়াল মোড় পর্যন্ত ভুট্টাবোঝাই ট্রাক্টরের চলাচল নিয়ন্ত্রণ করবে।” পুরসভার চেয়ারম্যান কংগ্রেস নেতা সুভাষ গোস্বামী জানান, জানান, পুরসভার তরফে ইসলামপুর মহকুমা পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক করে যানজট সমস্যা সমাধানে চেষ্টা চলছে।

বাসিন্দারা জানান, দুসপ্তাহ ধরে উত্তর দিনাজপুর সহ সংলগ্ন বিহারের নানা এলাকার ব্যবসায়ীরা মালগাড়িতে করে এ রাজ্য সহ দেশের বহু এলাকা থেকে ভুট্টা আনছেন। ডালখোলা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ডালখোলা স্টেশনে রেক পয়েন্টে ভুট্টা নামানোর কাজ চলছে। এর পর ব্যবসায়ীরা ট্রাক্টরে চাপিয়ে ভুট্টাগুলি ওজন করানোর জন্য পাতনোর থেকে পূর্ণিয়ামোড় পর্যন্ত ১২ কিলোমিটার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারের নানা ওয়েব্রিজে নিয়ে যাচ্ছেন। সেই সময় কোথাও রাস্তা সঙ্কীর্ণ, আবার কোথাও জাতীয় সড়কের ধারে ওয়েব্রিজের দিকে বা ওয়েব্রিজ থেকে জাতীয় সড়কে যেতে বাঁক ঘুরতে গিয়ে যানজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ। একইভাবে ভুট্টা ওজন করার পর ওয়েব্রিজ থেকে ভুট্টাবোঝাই ট্রাক্টর জেলা সহ বিহারের নানা এলাকার গুদামে যাওয়ার সময়ে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।

প্রতিদিন ডালখোলা হয়ে ৫০টিরও বেশি বাস মালদহ, বালুরঘাট, রায়গঞ্জ থেকে শিলিগুড়ি রুটে যাতায়াত করে। জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক জানান, পুলিশ ভুট্টাবোঝাই ট্রাক্টরগুলি চলাচল নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় প্রতিদিন জাতীয় সড়কে ৬-৭ ঘন্টা যানজট লেগে থাকছে। যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। বাস মালিকেরাও লোকসানের মুখেন। অবিলম্বে সমস্যার সমাধান না হলে জেলা জুড়ে অনির্দিষ্ট কালের পরিবহণ ধর্মঘটের ডাকা হবে।

পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সে সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু বলেছেন, “পুলিশি নজরদারির অভাবে ভুট্টাবোঝাই ট্রাক্টরগুলি জাতীয় সড়কে ট্রাফিক আইন মানে না। ওভারটেক করে চলাচল করায় যানজট সৃষ্টি হয়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

raijang corn traffic jam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE