Advertisement
১৯ মে ২০২৪

ভোট সংক্ষেপে

ভোটের কাজে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ বা শিলিগুড়ি হাসপাতালের কর্মীদের ডেকে নেওয়া হচ্ছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালের ৩৮ কর্মী নেওয়া হচ্ছে ভোটের কাজে। হাসপাতালের দায়িত্বে থাকা দুই হেড ক্লার্ক রয়েছেন। কলেজ প্রশাসনে যুক্ত আছেন বাকি কর্মীরা। চতুর্থ শ্রেণির কর্মী ১৭ জন। ৪ আপার ডিভিশন ক্লার্ক, ৪ টেকনিশিয়ান, ৩ জন লোয়ার ডিভিশন ক্লার্ক, দুই ফার্মাসিস্ট আছেন।

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৪ ০২:৪৯
Share: Save:

ভোটের কাজ

ভোটের কাজে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ বা শিলিগুড়ি হাসপাতালের কর্মীদের ডেকে নেওয়া হচ্ছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালের ৩৮ কর্মী নেওয়া হচ্ছে ভোটের কাজে। হাসপাতালের দায়িত্বে থাকা দুই হেড ক্লার্ক রয়েছেন। কলেজ প্রশাসনে যুক্ত আছেন বাকি কর্মীরা। চতুর্থ শ্রেণির কর্মী ১৭ জন। ৪ আপার ডিভিশন ক্লার্ক, ৪ টেকনিশিয়ান, ৩ জন লোয়ার ডিভিশন ক্লার্ক, দুই ফার্মাসিস্ট আছেন। তাঁরা কলেজের অংশে কাজ করেন বলে ওই কর্মীদের নিলেও পরিষেবায় প্রভাব পড়বে না বলেই কর্তৃপক্ষের দাবি। শিলিগুড়ি হাসপাতাল থেকেও ১১ কর্মী নেওয়া হচ্ছে। তাঁরা সকলেই সুপারের অফিসের কাজে যুক্ত। এ ক্ষেত্রেও পরিষেবার কাজে সমস্যা হবে না বলে হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সঞ্জীব মজুমদার জানিয়েছেন।

থানায় নালিশ

সিপিএমের বিরুদ্ধে দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার উত্তর রামপুর গ্রামে। সোমবার তৃণমূল কর্মীরা তা দেখতে পান। পরে এলাকায় উত্তেজনা ছড়ায়। বক্সিরহাট থানায় তৃণমূলের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিপিএম অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, এটা চক্রান্ত। তৃণমূল নিজেরাই ওই সব করে বামেদের নামে মিথ্যা অভিযোগ করছে।

ভোট-মহড়া

কোথাও মোমবাতি জ্বেলে চলছে ইভিএম সিল করা, দেখে নেওয়া হচ্ছে ইভিএম ঠিক মত কাজ করছে কি না। সোমবার সকাল থেকে আলিপুরদুয়ার কলেজে চলে এই ‘মকপোল’ প্রক্রিয়া। তিনশো সরকারী কর্মী ও রাজনৈতিক দলের কর্মী এতে যোগ দেন। সহকারী রির্টানিং অফিসার নিখিল নির্মল এই দিন জানান, আলিপুরদুয়ার কলেজে ইভিএম মেশিনে মকপোল ও ইভিএম মেশিন পরীক্ষা বুধবার পর্যন্ত চলবে।

মানল কংগ্রেস

সরকারি দেওয়ালে পোস্টার সাঁটার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তৃণমূল। হলদিবাড়িও থানার কাশিয়াবাড়ি রেল রেল আবাসনের গায়ে কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মার পোস্টার সাঁটা হয়েছে বলে অভিযোগ। কমিশনে দলের পক্ষ থেকে এ অভিযোগ জানানো হয়েছে। তবে কমিশনের দেওয়া নোটিস হাতে পেয়ে পোস্টার খুলে নেওয়া হয়েছে বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।

তৃণমূলে যোগ

সোমবার আলিপুরদুয়ার ২ শিলটং রাভাবস্তির প্রাক্তন সিপিএম পঞ্চায়েত সদস্য রঘুনাথ রাভা এবং আরএসপি নেতা মনিরাম রাভার নেতৃত্বে ৪২টি পরিবার তৃণমূলে এসে যোগ দিয়েছে। কুমারগ্রাম বিধানসভা উপনির্বাচনের প্রার্থী জোয়াকিম বাক্সলা তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

প্রচারে মিঠুন

কুমারগ্রামে প্রচারে আসছেন মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে থাকছেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। আগামী ১১ এপ্রিল তাঁরা কুমারগ্রামে খোয়ারডাঙ্গায় একটি সভা করবেন বলে দলের কুমারগ্রাম ব্লক সভাপতি দুলাল দে জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lok sabha election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE