দাগাপুরের অভিযোগকারিণী কলেজ ছাত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা খুনের চেষ্টার মামলা দায়ের হল। সোমবার শিলিগুড়ি লাগোয়া দাগাপুরের একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে কলেজেরই এক কর্মীর বিরুদ্ধে। বুধবার মাটিগাড়া থানায় ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত কলেজের কর্মীর পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার ছাত্রীর পরিবারকে বৈঠকে ডেকেছিল কলেজ কর্তৃপক্ষ। সে দিনও অভিযুক্ত কর্মী কলেজের অফিসেই কাজ করছিলেন বলে জানতে পারেন পরিবারের সদস্যরা। এরপরেই ক্ষুব্ধ ছাত্রীর পরিজনদের একাংশ অফিসে ঢুকে অভিযুক্ত কর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। কর্মীর পরিবারের দাবি, তিনি বর্তমানে সেবক রোডের একটি নার্সিংহোমে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ দিন ওই কর্মীর বাবা মাটিগাড়া থানায় ছাত্রীর মামা এবং তাঁর সহপাঠীদের একাংশের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেছেন। পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, ‘‘দু’টি অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে।’’