Advertisement
২১ মে ২০২৪

হামলায় অভিযুক্ত মোর্চা

ঘিসিঙ্গের শ্রাদ্ধানুষ্ঠানে থেকে ফেরার পথে জিএনএলএফ সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান তথা জিটিএ-এর চিফ বিমল গুরুঙ্গের ‘কনভয়’ থেকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বিমল গুরুঙ্গ সহ মোর্চা সমর্থকদের নামে হামলার অভিযোগও দায়ের করেছে জিএনএলএফ।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:১৭
Share: Save:

ঘিসিঙ্গের শ্রাদ্ধানুষ্ঠানে থেকে ফেরার পথে জিএনএলএফ সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান তথা জিটিএ-এর চিফ বিমল গুরুঙ্গের ‘কনভয়’ থেকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বিমল গুরুঙ্গ সহ মোর্চা সমর্থকদের নামে হামলার অভিযোগও দায়ের করেছে জিএনএলএফ।

বুধবার বিকেল সাড়ে তিনটের পরে ঘুম এলাকায় ঘটনাটি ঘটে বলে অভিযোগ। জিএনএলএফ সমর্থকদের অভিযোগ, ঘিসিঙ্গের শ্রাদ্ধানুষ্ঠান থেকে ফেরার সময় ঘুম এলাকায় সমর্থক বোঝাই একটি গাড়ি গুরুঙ্গের কনভয়ে আটকে পড়ে। সে সময়ে গুরুঙ্গে সঙ্গে থাকা মোর্চা সমর্থকরা নেমে এসে একটি গাড়ির কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ। এক গাড়ি চালক সহ দুই জিএনএলএফ সমর্থককে মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনার পরে জিএনএলএফ সমর্থকরা জোড়বাংলো এলাকায় প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশের তরফে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

দার্জিলিঙের পুলিশ সুপার অখিলেশ চর্তুবেদী বলেন, “মোর্চা এবং জিএনএলএফ সমর্থকদের মধ্যে গোলমালের অভিযোগ, পাল্টা অভিযোগ হয়েছে। দ্রুত ঘটনার তদন্ত করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। জিএনএলএফের তরে গুরুঙ্গ এবং তাঁর সমর্থকদের নাম দিয়ে একটি অভিযোগও দায়ের করা হয়েছে।”

জিএনএলএফের পোখরিবঙ্গ-নাগরি ইউনিটের কো অর্ডিনেটর নাওয়াল বোমজন বলেন, “গুরুঙ্গের কনভয় সামনে চলে আসায় গাড়ি দাঁড়িয়ে পরে। সে সময় গাড়ি থেকে নেমে কিছু মোর্চা সমর্থক আমাদের গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে মারধর শুরু করে।” পাল্টা প্ররোচনা এবং হামলার অভিযোগ তুলেছেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরিও। তিনি অভিযোগ করে বলেন, “জিএনএলএফ সমর্থকরাই জিটিএ চিফের কনভয় আটকে অভব্য আচরণ শুরু করে। কেউ কেউ হামলার চেষ্টাও করে। সাধারণ বাসিন্দারাই রুখে দাঁড়ান।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

morcha darjeeling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE