Advertisement
২৩ এপ্রিল ২০২৪
সুনীতি অ্যাকাডেমি

হস্টেল সুপারের পদে পালা করে দায়িত্ব

জেলা প্রশাসনের নির্দেশে সুপারের পদে পালা করে দায়িত্ব দেওয়া বা রোটেশন চালু হল কোচবিহারের সুনীতি অ্যাকাডেমিতে। বৃহস্পতিবার বৈঠকের পরে কোচবিহারের জেলাশাসক তথা সুনীতি অ্যাকাডেমির পরিচালন সমিতির সভাপতি পি উল্গানাথন এ কথা জানান।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৪ ০২:০৩
Share: Save:

জেলা প্রশাসনের নির্দেশে সুপারের পদে পালা করে দায়িত্ব দেওয়া বা রোটেশন চালু হল কোচবিহারের সুনীতি অ্যাকাডেমিতে। বৃহস্পতিবার বৈঠকের পরে কোচবিহারের জেলাশাসক তথা সুনীতি অ্যাকাডেমির পরিচালন সমিতির সভাপতি পি উল্গানাথন এ কথা জানান।

জুলাই মাসে সুনীতি অ্যাকাডেমির ছাত্রী আবাসে মানসিক নির্যাতন-সহ একাধিক অভিযোগ ওঠে। সেই বিতর্কের জেরেই প্রশাসন সুনীতি অ্যাকাডেমি স্কুলের ছাত্রী আবাসের সুপার পদে আগ্রহী শিক্ষিকাদের পালা করে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে বলে স্কুল সূত্রে খবর। প্রশাসনের ওই নির্দেশের জেরে আগামী সেপ্টেম্বর মাস থেকে সুপার পদে ‘রোটেশন’ নীতি চালুর তোড়জোড় শুরু হয়েছে। স্কুল সূত্রের খবর, চলতি মাসেই ওই ব্যাপারে স্কুলের শিক্ষিকাদের নিয়ে বৈঠক করবেন প্রধান শিক্ষিকা। সেখানে ছাত্রী আবাসের সুপারের দায়িত্ব নিতে আগ্রহী শিক্ষিকাদের তালিকা তৈরি করা হবে। ওই তালিকায় আগ্রহীদের সংখ্যা দেখে কত দিনের জন্য পালা করে সুপারের দায়িত্ব দেওয়া হবে তা চূড়ান্ত করা হবে। ওই ছাত্রী আবাসের টেলিফোন, শৌচাগারের সমস্যা সহ অন্য অব্যবস্থা মেটাতেও পরিকল্পনা করেছেন।

এ দিন পি উল্গানাথন বলেন, “পরিচালন সমিতির বৈঠকে আলোচনার ভিত্তিতে ঐতিহ্যবাহী ওই স্কুলের সমস্ত সমস্যা মেটাতে পরিকল্পনা নেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাস থেকেই ছাত্রী আবাসের সুপার পদে শিক্ষিকাদের পালা করে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়েও প্রধান শিক্ষিকাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।” সুনীতি অ্যাকাডেমির প্রধান শিক্ষিকা মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শীঘ্র শিক্ষিকাদের নিয়ে বৈঠক করে সুপার পদের দায়িত্ব নিতে আগ্রহীদের তালিকা করা হবে। কতজন আগ্রহী তা দেখে সময়সীমা ঠিক করে পর্যায়ক্রমে সুপারের দায়িত্ব দেওয়া হবে।”

প্রশাসন সূত্রের খবর, গত জুলাই মাসে সুনীতি অ্যাকাডেমির ছাত্রী আবাসে মানসিক নির্যাতন সহ নানা অনিয়মের অভিযোগ জানিয়ে একদল অভিভাবক জেলাশাসককের দ্বারস্থ হন। ওই ছাত্রী আবাসের সুপার ও মেট্রনের বিরুদ্ধেও একাধিক অভিযোগ জানান তাঁরা। ঐতিহ্যবাহী ওই স্কুলের ছাত্রী আবাস ঘিরে অভিযোগের কথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানতে পারেন। শিক্ষামন্ত্রী পুরো বিষয়টি নিয়ে রিপোর্ট চাওয়ায় নড়েচড়ে বসে জেলা প্রশাসন।

ঘটনার জেরে সুনীতির প্রধান শিক্ষিকাকে কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেন জেলাশাসক। ৬ সদস্যের ওই তদন্ত কমিটি গড়া হয়। তৃণমূল প্রভাবিত সরকারি স্কুল বিদ্যালয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সুপারের পাশে দাঁড়িয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানান। পরিস্থিতির জেরে ওই অভিযোগের তদন্তে তিন সদস্যের প্রশাসনিক কমিটি গড়েন জেলাশাসক। কিছুদিন আগে দুটি তদন্ত রিপোর্ট জেলাশাসকের দফতরে জমা পড়ে। ওই রিপোর্ট খতিয়ে দেখে গত সপ্তাহে সুনীতির পরিচালন সমিতির বৈঠক ডাকেন জেলাশাসক। সেখানেই সুপার পদে পালা করে দায়িত্ব বন্টনের পাশাপাশি ছাত্রী আবাসের আবাসিকদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগের সমস্যা মেটাতে ল্যান্ডফোন সংযোগ নেওয়া, নতুন শৌচাগার তৈরি, জঙ্গল সাফাইয়ের মত কাজ দ্রুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেইসঙ্গে ওই স্কুল ভবনে ছুটির সময় টিউশনি পড়ান বন্ধ করার ব্যাপারেও বৈঠকে সিদ্ধান্ত হয়। সুনীতি আকাডেমির প্রধান শিক্ষিকা জানিয়েছেন, ইতিমধ্যে পূর্ত দফতরের কর্তা স্কুলে ঘুরে গিয়েছেন। শৌচাগার তৈরির কাজ দ্রুত শুরু হচ্ছে। ফোনের সংযোগের জন্য ফর্ম পূরণ করা হয়েছে। প্রায় তিন বছর ধরে সুনীতির ছাত্রী আবাসের সুপারের দায়িত্বে থাকা শ্রাবস্তী হালদার এদিন বলেন, “আমাকে পদ ছাড়তে এখনও কিছু বলা হয়নি। তবে পালা করে দায়িত্ব দেওয়া হলে তা ভালই হবে।”

শিক্ষিকাদের একাংশের অবশ্য বক্তব্য, প্রশাসনের ওই সিদ্ধান্তে কার্যত সুপারের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগ মেনে নিয়ে ঘুরপথে তাকে সরিয়ে দেওয়া হল। গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল প্রভাবিত সরকারি বিদ্যালয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতারা। আগে সুপারের পাশে দাঁড়ালেও সংগঠনের রাজ্য সহ সভাপতি প্রভাত রায় এদিন বলেন, “জেলার বিষয়ে যা বলার জেলা সভাপতি বলবেন।” সংগঠনের কোচবিহার জেলা সভাপতি অমিতাভ রায় বলেন, “এতে কারও দোষ প্রমাণ হয় না। তবে বিতর্ক থামাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বাম প্রভাবিত পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মলয়কান্তি দে জানান, কোনও শিক্ষিকাকে জোর করে যাতে সুপারের দায়িত্ব চাপানো না হয় সেটা দেখতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

suniti academy coochbehar hostel super
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE