প্রায় ছ’বছর আগে এক নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগে তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা শোনালেন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক। শনিবার বিচারক সন্তোষ পাঠক তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। শুধু তা-ই নয়, প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাক নির্দেশও দেন। অনাদায়ে প্রত্যেকের আরও তিন বছর করে কারাবাসের কথা জানিয়েছেন বিচারক।
শুক্রবার তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজাদান স্থগিত রেখেছিলেন বিচারক। শনিবার সন্ধ্যায় দোষী সাব্যস্ত তিন জনকে সাজা শোনান তিনি। পুলিশ সূত্রে খবর, সাজাপ্রাপ্ত তিন জনের নাম মহবুর মিয়াঁ, পঙ্কজ বর্মণ এবং গৌতম বর্মণ। তাঁদের মধ্যে দু’জনের বাড়ি গঙ্গারামপুরে এবং অন্য জন থাকতেন তপনে।
২০২০ সালের ৬ জানুয়ারি বিকেলে কুমারগঞ্জ বিধানসভা এলাকার এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, ওই দিন বাজারে শাল কিনতে বেরিয়েছিল ওই নাবালিকা। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। পরিবারের লোক খোঁজখবর শুরু করেন। পরের দিন সাফানগরের বেলখোর এলাকার এক কার্লভার্টের তলায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। তাঁর শরীরের অনেকটাই পুড়ে গিয়েছিল।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তরের জন্য পাঠায় তারা। তদন্তে উঠে আসে অভিযুক্ত তিন যুবকের নাম। অভিযোগ, তাঁরা ওই নাবালিকাকে বাইকে চাপিয়ে তুলে নিয়ে যান নির্জন স্থানে। তার পরে তাকে ধর্ষণ করে পুড়িয়ে মারেন। পুলিশ তিন জনকে গ্রেফতার করে। তার পরে এই মামলা তাঁদের অভিযুক্ত বলে উল্লেখ করে চার্জশিট দেয় পুলিশ। শনিবার সেই মামলায় সাজা ঘোষণা করল আদালত।