Advertisement
০৪ মে ২০২৪

স্মার্ট সিটি বাছবেন দিদিই, মত বাবুলের

আসানসোলকে স্মার্ট সিটি হিসাবে দেখতে চাইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করতে হবে বলে ট্যুইটারে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আসানসোল থেকে ২০১৪ সালের লোকসভা ভোটে জিতেছেন বাবুল।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৬ ০৩:৪৮
Share: Save:

আসানসোলকে স্মার্ট সিটি হিসাবে দেখতে চাইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করতে হবে বলে ট্যুইটারে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আসানসোল থেকে ২০১৪ সালের লোকসভা ভোটে জিতেছেন বাবুল। ফলে স্বাভাবিক ভাবেই আসানসোলকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলার আবেদন তাঁর কাছেই আসছে। ওই মর্মে অনুরোধ করে তাঁকে ট্যুইট করেছেন দু’জন। জবাবে বাবুল ট্যুইটেই লিখেছেন, স্মার্ট সিটি বাছাই করার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে ওই দায়িত্বটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারগুলোর হাতে ছে়ড়ে দিয়েছেন। ফলে পশ্চিমবঙ্গের স্মার্ট সিটির ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে হবে। পরে এ নিয়ে প্রশ্নের জবাবে বাবুল ফোনে বলেন, ‘‘রাজ্য সরকার পশ্চিমবঙ্গের নিউ টাউনকে স্মার্ট সিটির জন্য বেছে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন, নিউ টাউন তো আগে থেকেই স্মার্ট শহর! তাকে আর আলাদা করে স্মার্ট করার কী আছে? আসানসোলকে বাছা হলে ভাল হত। তবে এটা রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত বিষয়। ফলে আমার কিছু বলার নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

babul mamata bandopadhyay smart city
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE