Advertisement
১৮ এপ্রিল ২০২৪

নীতি, মূল্যবোধের জরুরি পাঠ স্কুলে

মূল্যবোধের এই অবক্ষয় নিয়ে অনেক আগেই সরব হয়েছিল শিক্ষা শিবির। এ বার স্কুল স্তর থেকে পড়ুয়াদের মনে নৈতিকতা ও মূল্যবোধ জাগাতে উদ্যোগী হল কেন্দ্র।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সুপ্রিয় তরফদার
কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৮ ০৩:১৯
Share: Save:

দুর্ঘটনায় পড়ে রক্তাক্ত যন্ত্রণায় কাউকে কাতরাতে দেখেও মুখ ফিরিয়ে চলে যান অনেকে। কেউ বা যন্ত্রণার সেই দৃশ্য মোবাইল-বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু আহতের পাশে দাঁড়ান না। কেউ কেউ উচ্চশিক্ষিত, সচ্ছল হয়েও বৃদ্ধ বাবা-মাকে দেখেন না। বাবা-মায়ের ঠাঁই হয় পথেঘাটে, ভবঘুরে আবাসে বা বৃদ্ধাশ্রমে।

মূল্যবোধের এই অবক্ষয় নিয়ে অনেক আগেই সরব হয়েছিল শিক্ষা শিবির। এ বার স্কুল স্তর থেকে পড়ুয়াদের মনে নৈতিকতা ও মূল্যবোধ জাগাতে উদ্যোগী হল কেন্দ্র।

বিকাশ ভবন সূত্রের খবর, কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে ‘ন্যাশনাল ইউনিভার্সিটি অব এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বা ‘নুয়েপা’-র অধীন একটি বিভাগের দায়িত্বে থাকা ‘শালা-সিদ্ধি’ (পাঠশালার শালা আর সিদ্ধিলাভের সিদ্ধি) প্রকল্প সম্পর্কে স্কুলপড়ুয়াদের মধ্যে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রকল্পে মূলত পড়ুয়াদের মধ্যে নীতিবোধ, মূল্যবোধ জাগানোর কাজ করা হয়। দেওয়া হয় পরিষ্কার-পরিচ্ছন্নতার পাঠ এবং দলবদ্ধ ভাবে কাজ করার পাঠ। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সর্বাগ্রে আগে পড়ুয়াদের ভিতরে নৈতিকতার ভিত গড়তে চাইছে শিক্ষা বিভাগ।

তরুণ প্রজন্মের মধ্যে নীতিবোধের অভাব নিয়ে হিন্দু স্কুলের ২০১তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে হতাশা প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, পরামর্শ দেন, পড়াশোনা করে শুধু ভাল ছাত্র হলেই হবে না। মানুষের মতো মানুষ হতে হবে। ক্লাসে ভাল নম্বর পেয়ে পাশ করল, অথচ তার মধ্যে কোনও নীতিবোধ না-থাকলে সে যে আসলে মানুষই নয়, এটাই বোঝাতে চেয়েছেন মন্ত্রী। সেই জন্য তিনি স্কুলে পড়ুয়াদের উপরে বাড়তি নজরদারির পরামর্শও দেন শিক্ষকদের। তার পরেই জানা যায়, বিভিন্ন স্কুলে কেন্দ্রের শালা-সিদ্ধি প্রকল্প রূপায়ণে বেশি জোর দেওয়া হচ্ছে নৈতিকতার উপরেই।

ওই প্রকল্পে স্বাধীনতা সংগ্রামী, মহাপুরুষ, লেখক ও সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদের জীবনবৃত্তান্ত পড়ুয়াদের সামনে তুলে ধরছেন শিক্ষক-শিক্ষিকারা। এক-এক জন পড়ুয়াকে এক-এক মনীষীর আদলে সাজিয়ে অনুষ্ঠান করছে স্কুল। বিভিন্ন জেলার বাছাই করা কিছু স্কুলের প্রধানদের প্রশিক্ষণ দিয়েছে স্টেট কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এসসিইআরটি। সেই শিক্ষা স্কুলে প্রয়োগ করছেন প্রশিক্ষিত শিক্ষকেরা।

স্কুলশিক্ষা দফতরের এক কর্তা জানান, পড়ুয়াদের নীতিবোধ শুধু স্কুলে শেখালেই হবে না। বাস্তবে সেটার বেশি প্রয়োগ করতে হবে বাড়িতে। অর্থাৎ পরিবারেরও একটা সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন।

কলকাতায় বহু স্কুলেই এই উদ্যোগ শুরু চলছে পুরোদমে। গার্ডেনরিচ নুটবিহারী দাস গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা সঙ্ঘমিত্রা ভট্টাচার্য বলেন, ‘‘শৃঙ্খলা ও নৈতিকতা ছাড়া মানুষ হওয়া যায় না। পঠনপাঠনের সঙ্গে সঙ্গে তাই সালা-সিদ্ধি প্রকল্পকে সমান ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।’’

তবে পূর্ব মেদিনীপুরের তুলিয়া শীতলা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মিলনকুমার বেরা জানাচ্ছে, তাঁদের এলাকায় সালা-সিদ্ধি প্রকল্প এখনও চালু হয়নি। ‘‘তবে তার বাইরেও পড়ুয়াদের চরিত্রে নীতিগত ভিত শক্ত করতে যথোচিত উদ্যোগ চলছে,’’ বললেন মিলনবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE